কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৃষকের কাছ থেকে আরও ধান কেনার প্রস্তুতি জানিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ক্ষতি পুষিয়ে দিতে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: কৃষিমন্ত্রী

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ১৭:২৮
আপডেট: ১১ জুন ২০১৯, ১৭:২৮

(প্রিয়.কম) দেশের কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে ২৬ টাকা দরে আরও আড়াই লাখ টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১১ জুন, মঙ্গলবার খাদ্য ও কৃষি মন্ত্রণালয় যৌথ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায়। এর আগে ২৬ টাকা দরে দেড় লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার। 

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের ১৪ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। এরপরও যদি ধানের দাম না বাড়ে, তাহলে ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি আরও ধান কিনবে সরকার।’

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী