কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অভিনেতা বাবর। ছবি: সংগৃহীত

আবারও হাসপাতালে অভিনেতা বাবর

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ০৯ জুন ২০১৯, ১৪:৩৩
আপডেট: ০৯ জুন ২০১৯, ১৪:৩৩

(প্রিয়.কম) এক সময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা বাবর। তবে এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন না তিনি। অসুস্থ থাকার কারণেই তিনি নিয়মিত অভিনয় করতে পারছেন না।

গত ৩০শে এপ্রিল অসুস্থতা বেড়ে গেলে তাকে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানান, তার গ্যাংরিনের অপারেশন করাতে হবে। এরপর ডাক্তারের পরামর্শে তার বাম পায়ের তিনটি আঙ্গুল ফেলে দেওয়া হয়। তারপর কিছুটা সুস্থ হলে বাসায় চলে যান তিনি। কিন্তু আজ সকালে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘খুব খারাপ সময় যাচ্ছে আমার। আমার বাম পায়ে অপারেশন করে হাঁটুর নিচ পর্যন্ত কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তার। আজ বিকেল ৫টায় অপারেশন।’

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর কমফোর্ট হাসপাতালের ৯০৩ নম্বর কেবিনে ভর্তি আছেন এ অভিনেতা। ডাক্তার খালেকুজ্জামান জিপুর তত্ত্বাবধানে তার এই অপারেশন হবে।

আমজাদ হোসেনের নির্দেশনায় ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে বাবরের অভিষেক ঘটে। তবে খলনায়ক হিসেবে তার যাত্রা শুরু নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রে। এরপর দীলিপ বিশ্বাসের ‘আসামি’, শামসুদ্দিন টগরের ‘বাঞ্জারান’, দারাশিকোর ‘ডাকু দরবেশ’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

প্রিয় বিনোদন/রুহুল