কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

৩ শর্তে নেটফ্লিক্স ক্যাশ সার্ভার স্থাপন করতে পারবে নিক্স অপারেটররা

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ১৫:০৭
আপডেট: ৩০ মে ২০১৯, ১৫:০৭

(প্রিয়.কম) লাইসেন্সপ্রাপ্ত ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ বা নিক্স অপারেটররা তিন শর্ত মেনে দেশে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার স্থাপন করতে পারবে।

৩০ মে, বৃহস্পতিবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে, যেসব আইএসপি তাদের গ্রাহকদের এ সেবা প্রদান করতে ইচ্ছুক সেসব আইএসপি অপারেটররা নিক্স-এ আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে এ সেবা দিতে পারবে।

নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার স্থাপনের ক্ষেত্রে নিক্স অপারেটরদের তিনটি শর্ত মানতে হবে।

শর্তগুলো হলো- ক্যাশ সার্ভার স্থাপন ও ব্যবহারের জন্য বাধ্যতামূলকভাবে কমিশনের পূর্বানুমতি গ্রহণ করতে হবে, দেশের বিদ্যমান আইন, বিধি-বিধান অনুযায়ী সরকারের ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য প্রযোজ্য ফি বা চার্জ প্রদান করতে হবে এবং আন্তর্জাতিক কনটেন্ট সার্ভিস প্রদানের ক্ষেত্রে কমিশনের প্রণীত লাইসেন্সিং গাইডলাইন অনুযায়ী আন্তঃসংযোগ স্থাপন ও এসএলএ ট্যারিফের অনুমোদন গ্রহণ করতে হবে।

প্রিয় প্রযুক্তি/রুহুল