কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অজয় দেবগণের বাবা ভীরু দেবগণ। ছবি: সংগৃহীত

অজয় দেবগণের বাবা আর নেই

শামীমা সীমা
সহ সম্পাদক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ২০:৪৭
আপডেট: ২৭ মে ২০১৯, ২০:৪৭

(প্রিয়.কম) বলিউড অভিনেতা অজয় দেবগণের বাবা ভীরু দেবগণ আর নেই। বেশ কয়েক দিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। শ্বাসকষ্টজনিত রোগে তাকে মুম্বাইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হলে তার শ্বাসকষ্ট শুরু হয়। আজ ২৭ মে, সোমবার সকালে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অজয়ের বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড তারকা জগতে।

৮৫ বছর বয়সী বিখ্যাত এই স্টান্ট ডিরেক্টরের শেষকৃত্য আজ সোমবার সন্ধ্যায় মুম্বাইতে সম্পন্ন হচ্ছে। দেবগণ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিখ্যাত অ্যাকশন মাস্টার তথা অজয় দেবগণের বাবা ভীরু দেবগণ সোমবার সকালে প্রয়াত হয়েছেন। ভিলে পার্লেতে সন্ধ্যা ৬টা নাগাদ শেষকৃত্য হবে।’

অজয় দেবগণের বাবা ভীরু দেবগণ আর নেই। ছবি: সংগৃহীত

অ্যাকশন কোরিওগ্রাফার হিসেবে বেশ সুনাম অর্জন করেন অজয়ের বাবা ভীরু দেবগণ। দেড় শতাধিক সিনেমাতে অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন তিনি। অমৃতসরে জন্মগ্রহণ করেন ভীরু। পরে মুম্বাই বলিউড ইন্ডাস্ট্রিতে স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে শুরু করেন। পরিচালনা করেছিলেন ‘হিন্দুস্তান কি কসম’ সিনেমাটিও। ১৯৯৯ সালে তার হাত ধরেই এই সিনেমার মাধ্যমে বলিউড অভিষেক করেন অজয় দেবগণ। এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, মনীষা কৈরালা ও সুস্মিতা সেন।

প্রয়াত পরিচালকের চার সন্তানের মধ্যে অজয় দেবগণ অভিনয় করেন। এ ছাড়া অনিল দেবগণ পরিচালনার সঙ্গে যুক্ত। বাবার অসুস্থতার জন্য আসন্ন সিনেমা ‘দে দে প্যায়ার দে’-এর প্রচারণা প্রায় ১৫ দিন পিছিয়ে দিয়েছিলেন অজয়। পুত্র ও পিতাকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল ‘টোটাল ধামাল’ সিনেমার বিশেষ প্রদর্শনীর সময়।

৮০টিরও বেশি সিনেমায় তিনি অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফ করেছেন। ‘দিলওয়ালে’, ‘হিম্মতওয়ালা’, ‘ক্রান্তি’, ‘আজ কা অর্জুন’, ‘শ্রী নটবর লাল’, ‘মি. ইন্ডিয়া’, ‘শাহেনশাহ’ এবং ‘ত্রিদেব’-এর মতো অগুনতি জনপ্রিয় সিনেমায় তিনি ছিলেন ফাইট মাস্টার। ছেলে অজয় অভিনীত ‘ইশক’ এবং ‘দিলওয়ালে’ সিনেমাতেও অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন তিনি। এ ছাড়াও তিনি সহকারী পরিচালক ছিলেন ‘বিশ্বাত্মা’ ও ‘মেরে পতি সির্ফ মেরি হ্যায়’ সিনেমার। এ ছাড়াও প্রযোজনা করেন ‘দিল ক্যায়া করে’ ও ‘সিংহাসন’ সিনেমা দুটিও।

অজয় দেবগণের বাবা ভীরু দেবগণের শেষকৃত্য অনুষ্ঠানে বলিউড তারকারা। ছবি: সংগৃহীত

পরিচালক অশোক পণ্ডিত শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘অ্যাকশন পরিচালক ভীরু দেবগণ আমাদের মধ্যে নেই, এটা শুনে খুব খারাপ লাগছে। কোনো সুযোগ-সুবিধা না থাকা সত্ত্বেও তিনি বড় পর্দায় এত সুন্দর করে অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফি করেছিলেন।’

ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ এই দুঃসংবাদ টুইটারে শেয়ার করে লেখেন, ‘ভীরু দেবগণ একজন সফল ফাইট মাস্টার ছিলেন। তার পরিচালিত মারপিটের দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠত পর্দায়। তার মৃত্যুতে বলিউড শোকাহত। গভীর সমবেদনা জানাই দেবগণ পরিবারের সমস্ত সদস্যকে।’

টুইটারে শ্রদ্ধা জানিয়ে অভিনেতা ভিকি কৌশলের বাবা ফাইট মাস্টার শ্যাম কৌশল জানান, ‘১৯৮০-তে তারই টিমে ফাইট মাস্টার হিসেবে আমার প্রথম হাতেখড়ি। আজ ভীরুজির মৃত্যুর খবর শুনে তাই শোকে ভারাক্রান্ত। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি।’

টুইটারে তাকে শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক কুনাল কোহলিও। তিনি লিখেছেন, ‘বলিউডে ভীরুজি ছিলেন কিংবদন্তি। তার সময়ে ভিএফএক্স ছাড়াই অ্যাকশন দৃশ্য ক্যামেরাবন্দী করা হতো। সেই সময়েও নিখুঁতভাবে পরিচালনা করতেন তিনি। অজয়-কাজলের প্রতি রইল আমার সমবেদনা।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রিয় বিনোদন/আজাদ চৌধুরী