কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: সংগৃহীত

রং মিশিয়ে বাসি-পচা মাংস বিক্রি, আটক ৩ (ভিডিও)

মোক্তাদির হোসেন প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ১৭:৩৮
আপডেট: ২৭ মে ২০১৯, ১৭:৩৮

(প্রিয়.কম) রাজধানীর নিউমার্কেট এলাকায় কৃত্রিম রং মিশিয়ে গরুর পচা-বাসি মাংস বিক্রি করার অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ছয় মণ মাংস জব্দ করা হয়েছে। 

২৭ মে, সোমবার অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘নিউমার্কেট কাঁচাবাজারের মাংসের দোকানগুলোতে আগের অবিক্রীত মাংস ফ্রিজে মজুদ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে রাখায় সেগুলো ফ্যাকাসে রং ধারণ করেছে। ওইসব মাংস বের করে তাতে রং লাগিয়ে টাটকা দেখানোর চেষ্টা করেছে অসাধু ব্যবসায়ীরা। অভিযানকালে দেখা যায়, পানির জারে রাখা হয়েছে রং মেশানো পানি। মাংস বের করে তাতে রং মিশিয়ে রক্তবর্ণে পরিণত করা হচ্ছে। এ ছাড়া ভারত থেকে আমদানি করা মহিষ জবাই করার পর গরুর মাংস বলে বিক্রি করা হচ্ছিল। এ জন্য দুটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তিন জনকে আটক করা হয়েছে।’

বাসি-পচা মাংস কিনে ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী