কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দল হারলেও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন অর্জুন। ছবি: সংগৃহীত

মুম্বাই টি-টোয়েন্টি লিগে শচিন-পুত্রের ব্যাটিং, দেখুন ভিডিওতে

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ১৭:১১
আপডেট: ১৭ মে ২০১৯, ১৭:১১

(প্রিয়.কম) বাবা শচিন টেন্ডুলকার ঝড় তুলতেন ব্যাট হাতে। লিটল মাস্টারের ব্যাটিং দাপটে বিশ্বের খ্যাতনামা বোলাররাও যেন আতঙ্কে থাকতেন। বাবার দেখানো পথেই হেঁটেছেন ছেলে অর্জুন টেন্ডুলকার। কিন্তু বাবা শচিনের মতো ব্যাটসম্যান হননি অর্জুন। ব্যাটসম্যান এবং বোলারদের বিপদে ফেলতে নিজেকে গড়ে তুলছেন অলরাউন্ডার হিসেবে।

বাবার দেখানো পথে হেঁটে বয়সভিত্তিক ক্রিকেটে ইতোমধ্যেই মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অর্জুন। শুধু তা-ই নয়, ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন তিনি। এবার শচিন-পুত্র ডাক পেয়েছেন মুম্বাই টি-টোয়েন্টি লিগেও। সেখানে ব্যাটে-বলে নিয়মিত আলো ছড়াচ্ছেন ১৯ বছর বয়সী অর্জুন।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে দল হারলেও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন অর্জুন। ১৬ মে, বৃহস্পতিবার ঈগল থানে স্ট্রাইকার্সের বিপক্ষে উইকেটের দেখা না পেলেও ব্যাট হাতে ২৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। তবে বল হাতে ৩.১ ওভারে ৩০ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি অর্জুন।

এর আগে মুম্বাই টি-টোয়েন্টি লিগের নিলামে অর্জুনকে নিয়ে কয়েকটি দলের মধ্যে ভালোই দর কষাকষি হলো। শেষমেশ এ লড়াইয়ে জয় পায় আকাশ টাইগার্স মুম্বাই ওয়েস্টার্ন সাবার্ব। ছয় লাখ টাকার বিনিময়ে বাঁহাতি এই তরুণ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে তারা।

অর্জুনকে দলে নিতে অবশ্য বেশ কয়েকটি দল দর হাঁকায়। ছয় লাখ টাকায় তাকে দলে ভেড়াতে চায় আকাশ টাইগার্স মুম্বাই ওয়েস্টার্ন সাবার্ব ও ঈগল থান স্ট্রাইকার্স। মূল্য এক হয়ে যাওয়ায় লটারি পর্যন্ত করা হয়। লটারিতে অর্জুনকে দলে পেয়ে যায় আকাশ টাইগার্স মুম্বাই ওয়েস্টার্ন সাবার্ব।

প্রিয় খেলা/আজাদ চৌধুরী