কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।

প্রিয় টিপস: ১৪ মে, ২০১৯

রুমানা বৈশাখী
বিভাগীয় প্রধান (প্রিয় লাইফ)
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৮:৩৪
আপডেট: ১৪ মে ২০১৯, ০৮:৩৪

(প্রিয়.কম) টিপস বিভাগে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে চমৎকারভাবে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত আরো একটি টিপস।

পেঁয়াজ কাটতে গেলে চোখ জ্বলেনা, এমন মানুষ খুব কমই আছে। কিন্তু রান্নাবাড়ার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পেঁয়াজ, একে ছাড়া খাওয়াও চলে না। ফলে নিত্যদিন রান্নাঘরে হয় কান্নাকাটি।

কী করবেন? সমাধান জেনে নিন আজকের টিপসে।

পেঁয়াজ কাটার সময়ে চুলা জ্বালিয়ে রাখুন বা জ্বলন্ত চুলার পাশে দাঁড়িয়ে পেঁয়াজ কাটুন। আগুনের পাশে পেঁয়াজের ঝাঁজ অনেকটাই কমে যায়। ফলে চোখ অনেক কম জ্বলে।

প্রিয় লাইফ/আশরাফ