কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্রিস্টাল ডি সুজার সঙ্গে হার্দিক পান্ডে। ছবি: সংগৃহীত

অভিনেত্রীর সঙ্গে ছবি পোস্ট, কুরুচিকর আক্রমণ হার্দিককে!

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ১০:২৬
আপডেট: ০৬ মে ২০১৯, ১০:২৬

(প্রিয়.কম) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন হার্দিক পান্ডে। জায়গা করে নিয়েছেন ২০১৯ বিশ্বকাপের ১৫ জনের দলেও। ক্রিকেটীয় জীবনে ভালো সময় পার করলেও দুঃসহ একটি ঘটনা কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় এই অলরাউন্ডারকে।

করণ জোহরের রিয়ালিটি টক শোয়ে বলে ফেলা সেই একটা কথার জন্য আজও অনেকের চোখেই ‘ব্যাড বয়’। যার প্রমাণ মিলল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট হতেই। ঘুরে ফিরে আবারও নারী বিষয়ক  বিতর্কিত মন্তব্য নিয়ে নেটিজেনরা বিঁধলেন ভারতীয় এই ক্রিকেটারকে।

ঘটনাটা খানিকটা এরকম, হিন্দি ছোটপর্দার জনপ্রিয় মুখ ক্রিস্টাল ডি সুজার সঙ্গে হার্দিকের অনেকদিনের বন্ধুত্ব। সম্প্রতি তার সঙ্গে মুম্বইয়ের একটি পাবে দেখা হয়েছিল হার্দিকের। বন্ধুর সঙ্গে ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্টও করেন ক্রিস্টাল। সঙ্গে লেখেন, ‘আমার ভাইয়ের মতো শক্ত কেউ নেই।’

ছবিটি পোস্ট হওয়ার পরপরই নেটদুনিয়ায় ট্রোলড হতে শুরু করেন ক্রিস্টাল। অনেকেই মন্তব্যের ঘরে হার্দিকের সেই বিতর্কিত অতীতের কথা টেনে এনেছেন। এই যেমন কেউ কেউ লিখেছেন, ‘আমার এমন একজন ভাই থাকলেতো আমি ভয়েই থাকব।’ আবার কেউ বলছেন, ‘হার্দিক আগে যেমন ছিলেন, তেমনই আছেন।’

এমন সমালোচনার মাঝে অবশ্য হার্দিকের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অপারশক্তি খুরানা। ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘হার্দিক একজন দারুণ পারফরমার। সেই কারণেই আমরা সবাই ওকে ভালবাসি। বিশ্বকাপের আগে সকলের উচিত তাকে সমর্থন করা।’

সমালোচনার পালটা জবাব দিয়ে ক্রিস্টাল লিখেছেন, ‘স্ক্রিনের উল্টোদিকে বসে কিছু টাইপ করে দেওয়া খুব সহজ। আমার মনে হয় এসব বিষয় এড়িয়ে যাওয়াই সবচেয়ে ভালো।’

করণ জোহরের অনুষ্ঠানে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করায় ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল হার্দিক ও লোকেশ রাহুলকে। পরে অবশ্য বাইশ গজে ফেরেন তারা। এমনকি মোটা অংকের জরিমানাও করা হয়।

প্রিয় খেলা/আশরাফ