কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চঞ্চল চৌধুরী। ছবি: শামছুল হক রিপন

নিরাপত্তাকর্মী সরবরাহ করছেন চঞ্চল!

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ১৫:১০
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ১৫:১০

(প্রিয়.কম) জীবনধারণ ও জীবিকার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন শহরআলী। এ প্রান্ত থেকে ও প্রান্ত, ঘোরাঘুরি করেন। কিন্তু মেলে না অর্থ উপার্যনের কোনো মাধ্যম। অনেকটা সময় পরে বহু কষ্টে তার কপালে জুটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি। তার দায়িত্ব হলো বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী সরবরাহ করা। তার যাপিত জীবনের নানা ঘটন-অঘটন নিয়েই ধারাবাহিক নাটক ‘শহরআলী’। নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী

গত ১৫ এপ্রিল থেকে রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে এজাজ মুন্না নির্মিত এ ধারাবাহিকটির শুটিং। দেশের বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে এটি প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

চঞ্চল চৌধুরী প্রিয়.কমকে বলেন, ‘শহরআলীর জীবনে নানা ধরনের ঘটনা ঘটে। সেগুলোর মধ্যে রসবোধও রয়েছে। তবে সেটা এতে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।’

সম্প্রতি চঞ্চল চৌধুরী ঈদ উপলক্ষে নির্মিত দুটি সাত পর্বের ধারাবাহিক নাটকের শুটিং শেষ করে নেপাল থেকে ঢাকায় ফিরেছেন। দুটিরই চিত্রনাট্য লিখেছেন বৃন্দাবন দাস। নির্মাণ করেছেন সকাল আহমেদ। নাটক দুটি হলো—‘লেকুর এভারেস্ট জয়’ ও ‘২৫/২ কাঠমুণ্ডু ভ্যালি’।

নাটক দুটিতে চঞ্চল চৌধুরীর সহ-শিল্পী হিসেবে আছেন অভিনেত্রী শাহনাজ খুশি, অপর্ণা ঘোষ, অভিনেতা প্রাণ রায়, রাইসুল ইসলাম আসাদ, কল্যাণ কোরাইয়াসহ আরও অনেকে।

এদিকে কয়েকদিন আগে দিপু হাজরা নির্মিত দুটি নাটকে অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সুমন আনোয়ারের পরিচালনায় আরও দুটি নাটকে অভিনয় করেছেন। এ তালিকায় যোগ হয়েছে মাসুদ সেজান নির্মিত সাত খণ্ডের আরও দুটি নাটক। এ নাটকগুলো আসছে ঈদে প্রচার হবে।

ঈদের নাটকের শুটিং এতো তাড়াতাড়ি শুরু করার কারণ জানাতে গিয়ে এই অভিনেতা বলেছেন, ‘এবার অনেকটা আগ থেকেই ঈদের নাটকের শুটিং শুরু করে দিয়েছি। না হলে দেখা যায় ঈদের আগের দুই মাস কাজের ভীষণ প্রেশার পড়ে যায়। এতে করে কিছু কাজে আসলে ঠিকঠাক সময়টা দেওয়া যায় না।’

এইতো গেল নাটকের আলাপ। চঞ্চল চৌধুরী সবশেষ অভিনয় করেছেন ‘দেবী’ ছবিতে। এতে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। নতুন কোনো ছবির খবর আছে কি না জানতে চাইলে চঞ্চল বলেন, ‘সিনেমায় অভিনয় করার বিষয়ে আলোচনা হচ্ছে। আমি তো একদম চুল-চেড়া বিশ্লেষণ ছাড়া সিনেমা করি না। এখন সে সুযোগও নাই। এখন দর্শকের চাওয়ার জায়গাটা এমন জায়গায় পৌঁছাইছে যে একটা কাজ করলে পড়েই সে এক্সপেকটেশনটা পূরণ করতে হবে। সেটা পূরণ করার মতো কাজ না পাওয়া পর্যন্ত রাজি হচ্ছি না। অহরহ প্রস্তাব আসছে ফিল্মে কাজ করার। এড়িয়ে যাই।’

তিনি বলেন, ‘সব মিলিয়ে তো অনেক হিসেব-নিকেশ করতে হয়। সামনে যা করব আগেরগুলোর চেয়ে ভিন্ন কাজ হবে। আলাপ চলছে। এ বছরের শেষের দিকে ফাইনাল কিছু হবে।’

‘নীল দরজা’ নামে একটি ছয় পর্বের ওয়েব সিরিজে কাজ করেছেন চঞ্চল। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে তার বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। এটিই চঞ্চলের প্রথম ওয়েব সিরিজে কাজ।

প্রিয় বিনোদন/রুহুল