কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পানির সমস্যার জন্যই বিমানটি জরুরি অবতরণ করানো হয়েছে। ছবি: ফাইল

চা-কফি বানানোর পানি নেই বলে বিমানের অবতরণ

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২২
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২২

(প্রিয়.কম) স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দর থেকে ১১ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৮ টা ৫৫ মিনিটে টেনেরিফের উদ্দেশে উড়ে যাচ্ছিল এল এস ১৫৫ বিমানটি।

কিন্তু ঘণ্টাখানেক উড়ে যাওয়ার পর যাত্রীদের চা-কফি দিতে গিয়ে বিমান কর্মীরা দেখলেন বিমানে মজুদ সব পানি শেষ। এমনকি, বাথরুমেও ব্যবহার করার পানি নেই। বিমানটি তখন আয়ারল্যান্ডের পশ্চিমাঞ্চল দিয়ে উড়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে নিকটবর্তী এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমানচালকরা। তারপর বিমানের অভিমুখ পরিবর্তন করে ম্যানচেষ্টার বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

সংশ্লিষ্ট এয়ারলাইন্স সংস্থার মুখপাত্র জানান, পানির সমস্যার জন্যই বিমানটি জরুরি অবতরণ করানো হয়েছে।

তিনি আরও জানান, কর্তৃপক্ষ যাত্রীদের খেয়াল রাখেন। তাই তাদের অন্য একটি বিমানে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিরক্তি উগরে দিয়েছেন ওই বিমানের যাত্রীরা।

প্রিয় সংবাদ/রুহুল