কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তৌসিফ মাহবুব। ছবি: সংগৃহীত

কেমন যাচ্ছে তৌসিফের বিবাহিত জীবন

মিঠু হালদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫৬
আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫৬

(প্রিয়.কম) ছোট পর্দার তারকা অভিনেতা তৌসিফ মাহবুব। অভিনয় গুণেই আলাদা করে চিনিয়েছেন নিজেকে। পেয়েছেন দর্শকপ্রিয়তা। তৌসিফের বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে প্রকৌশলী হবেন। বাবার স্বপ্নও পূরণ করেছেন তিনি। কিন্তু পেশা হিসেবে জীবনের হিসাব শেষ পর্যন্ত মিলে গেল অভিনয়ের খাতায়। ২০১৮ সালের শুরুর দিকে নতুন জীবনে পদার্পন করেছেন। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জান্নাতুল ফেরদৌস সুষমার সঙ্গে। আসছে ৯ ফেব্রুয়ারি তাদের বিয়ের একবছর পূর্ণ হচ্ছে।

ক্যারিয়ার আর নতুন জীবনের সময় নিয়ে তৌসিফ কথা বলেছেন প্রিয়.কমের সঙ্গে।

বিয়ের পর সময়গুলো কেমন কাটছে—প্রশ্ন শুনেই তৌসিফ বললেন, ‘অতীত হয়ে যাওয়া এই সময়গুলো বেশ আনন্দেই কেটেছে। আমি যদি আমার এই জীবনে প্রবেশ না করতাম, তাহলে আমি বুঝতে পারতাম না, এই জীবনের আনন্দ, হাসিগুলো ও সুন্দর সময়গুলো ঠিক কেমন। আমার ম্যাচিউরিটির লেভেল গ্রো হয়েছে।’

‘নতুন একটা সম্পর্ক গড়ে উঠতে তো সময় লাগে। এ কারণে কাজের চাইতে পরিবারকেই বেশি সময় দেওয়া হয়েছে। আর এ বিষয়টা আমার স্ত্রীর চোখে লেগেছে। এরপরই ও আমাকে একদিন বলল, তোমার কাজে মনোযোগী হওয়া উচিত। আমি ফ্যামিলি দেখতেছি। তারপর থেকেই কাজে পুরোপুরি মনোযোগী হয়েছি।’

দায়িত্ববোধের জায়গা থেকে জীবনে বেশকিছু বিষয়ে পরিবর্তন এসেছে জানিয়ে তিনি বলেন, ‘আগে শুধু নিজের কথা ভাবলেই হতো, ফ্যামিলিও ছিল, তবে সেই ভাবনা খুব একটা না। আর এখন শুধু নিজের ফ্যামিলি না, দুই ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি ডাবল হয়ে গেছে। আগে বাসায় ফেরার কোনো তাড়া থাকত না। এখন সাবকনসাসলি বাসায় ফেরার তাড়া থাকে। আগে কাজ শেষে আড্ডা মারা হতো কিংবা বন্ধুদের খোঁজ-খবর নেওয়া হতো, এখন সেটা আর হয় না। কাজ শেষে সরাসরি বাসায়।’

বিয়ের পরবর্তী সময় নিয়ে তৌসিফ বলেন, ‘এই সময়টাতে আমাকে ওর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। এই জীবনটাতে আমার অনেক কিছু শিখতেও হয়েছে। এই কারণে কাজের প্রতি মনোযোগ একটু কমে গিয়েছিল। মানে কাজের জায়গাটাতে আমি ১ বছর আগে যেমন স্পিডি ছিলাম, সেটা কমে গেছে। তবে গত কয়েক মাস আগে আমি ফের আগের সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করতেছি।’

‘নতুন জীবনে পদার্পন করেছি বছরখানেক হয়ে গেল। এখন আমি নতুন একটা ইন্ডাস্ট্রিতে নিজেকে টার্ন করাতে পারব। কারণ ওখানে তো নতুন করে শুরু করতে হবে। যে ঝুঁকিটা আমি আমার ম্যারিড লাইফের প্রথম বছরেই নিতে চাইনি।’

কাজের প্রসঙ্গ উঠতেই তৌসিফ মাহবুব জানালেন, গত বছর তিনি সবশেষ যে সাতটি নাটকে অভিনয় করেছেন, সবগুলোই ইউটিউবে এক মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় ছোট্ট একটা বিরতির পর কাজ শুরু হওয়াতে কিছুটা ভিন্নতা ছিল। যার কারণেই দর্শক কাজগুলো পছন্দ করেছে। না হয় এমনটা হওয়ার কথা ছিল না। বছরের শুরুটা যেমন অনেক দারুণ ছিল, এখন শেষের দিকে এসেও তাই মনে হচ্ছে।’

তৌসিফ মাহবুব মনে করেন তার প্রথম নাটক ‘অল টাইম দৌড়ের উপর’ই তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তবে এ তালিকায় যোগ হয়েছে আরও একটি নাটক। তিনি বলেন, ‘একজন অভিনেতা তার কাজের সাথে সাথে তার নিজের মার্কেটের ভ্যালুটা বুঝতে পারে। ‘‘আমি তোমার গল্প হবো’’ নাটকটি প্রচার হওয়ার আগে ১০ জন ডিরেকটরের ফোন পেলে এখন আমি ১৫ জনের ফোন পাই।’

নাটক বা টেলিফিল্মের চরিত্র নির্বাচনে কী আপনার স্ত্রীর ভূমিকা থাকে, এমন প্রশ্নে তৌসিফ বলেন, ‘বিয়ের আগে থেকেই ছিল। তখন শুধু বিশেষ কাজগুলো নিয়েই কথাই বলা হতো। আর এখন সে আমার প্রতিটা কাজ সর্ম্পকে জানে। ওই জায়গা থেকে তার অনেক ধরনের সাজেশন থাকে। আমি আমার জায়গা থেকে মেনটেইন করার চেষ্টা করি। কারণ সেগুলো ইফেকটিভও হয়।’

নতুন জীবনে পদার্পণের পর অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে তৌসিফের। নিজেকে মানিয়ে নিতেও চেষ্টা করছেন তিনি। একই ছাদের নিচে বসবাস করতে গেলে মনোমালিন্য হওয়াটাই স্বাভাবিক। ফলে এ নিয়ে কোনো ঝামেলা হয় কি না? তৌসিফ বলেন, ‘ইগোগত সমস্যা তেমন হয় না। যেটা হয়, আমি একটা ড্রেস পরেছি, আমার কাছে আমাকে খুব ভালো লাগতেছে। তখন ও আমাকে বলবে, বস্তি লাগতেছে। তখন আমার কাছে মনে হয়, ও কিছুই জানে না। দেখা গেল ওই ড্রেসটা পরে ছবি আপলোড করলাম। সাথে সাথে কমেন্ট করবে, তোমাকে বস্তি লাগতেছে। কিছু কিছু সময় ও আবার রাইটও হয়। তবে এতে আমার মেজাজ খারাপ হয়।’

তৌসিফের অনেক সহ-শিল্পীই চলচ্চিত্রে অভিনয় করছেন। তারও ইচ্ছে রয়েছে পছন্দসই চিত্রনাট্য পেলে নামবেন চলচ্চিত্রের মাঠে। তিনি বলেন, ‘আমার সহ-শিল্পীরা যখন কাজ শুরু করছে, তখন আমার কাছেও কিছু কাজের অফার এসেছে। ওদের ক্ষেত্রে যে অফারগুলো ছিল আমার ক্ষেত্রে তত ভালো অফার ছিল না। আমি সেই অফারটা পাইনি যেটা দিয়ে জাম্প করতে পারব।’

তৌসিফ মাহবুব বর্তমানে ভালোবাসা দিবস উপলক্ষে টিভির জন্য নির্মিত কিছু নাটক ও টেলিফিল্মের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ডিজিটাল কিংবা স্বাধীন প্ল্যাটফর্মগুলোর জন্যও কাজ করছেন তিনি।

প্রিয় বিনোদন/রিমন