কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোস্তাফা জব্বার (বামে) ও জুনাইদ আহ্‌মেদ‍ পলক (ডানে)

আগের জায়গায়ই জব্বার, পলক

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০১৯, ১৬:২৮
আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯, ১৬:২৮

(প্রিয়.কম) একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে কোনো রদবদল হয়নি।

এই মন্ত্রণালয়ের আবারও মন্ত্রী হয়েছেন মোস্তাফা জব্বার এবং তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হয়েছেন জুনাইদ আহ্‌মেদ‍ পলক।

৬ জানুয়ারি, রবিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে তাদের পাশাপাশি নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা শপথ নেবেন।

এই দুইজনের মধ্যে পলক ২০১৩ সাল থেকে তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন এবং ২০১৮ সালের ২ জানুয়ারি টেকনোক্রাটমন্ত্রী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন মোস্তাফা জব্বার।

প্রিয় প্রযুক্তি/রাকিব/রিমন