কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন বছরের শুরুতেই ব্রিসবেন থেকে সরে দাঁড়ালেন নাদাল। ছবি : সংগৃহীত

ডাক্তারের পরামর্শে ব্রিসবেন থেকে সরে দাঁড়ালেন নাদাল

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০১৯, ১৩:০৪
আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯, ১৩:০৪

(প্রিয়.কম) ইনজুরির সঙ্গে নিয়মিতই লড়াই করেন রাফায়েল নাদাল। নতুন মৌসুমের শুরুতেও স্প্যানিশ টেনিস তারকার বড় হুমকি চোঁট। তবে ভক্ত-অনুরাগীদের চিন্তার কোনো কারণ নেই। নাদাল জানালেন, অস্ট্রেলিয়ান ওপেনের আগেই পুরোপুরি ফিট হয়ে কোর্টে  ফিরবেন তিনি।

আগামী ১৪ থেকে ২৭ জানুয়ারিতে মেলবোর্নে অনুষ্ঠিত হবে নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। সেই টুর্নামেন্টে পুরোপুরি ফিট হয়ে কোর্টে নামার জন্যই বছরের শুরুতে ব্রিসবেন ইন্টারন্যাশনাল থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল।

এমআরআই করার পর নাদাল জানতে পেরেছেন-তার বাঁ উরুর পেশিতে টান লাগে। তাই বৃহস্পতিবার ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন নাদাল। মূলত, অস্ট্রেলিয়ান ওপেনের কথা ভেবেই ডাক্তারের পরামর্শে ব্রিসবেনের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন স্প্যানিশ মহাতারকা।

এ বিষয়ে নাদাল বলেন, ‘ডাক্তার আমাকে বলেন, ব্রিসবেনে খেললে আমার অল্প চোট বড় আকার ধারণ করতে পারে। তাই আমি আর ঝুঁকি নিলাম না। আশা করছি, আগামী পাঁচ দিনের মধ্যেই আমি সুস্থ হয়ে যাব।’

সূত্র : বিবিসি

প্রিয় খেলা/রুহুল