
শনিবার ব্যান্ড ফেস্টে গান গাইছেন জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব। ছবি: সংগৃহীত
উৎসবে ‘এলআরবি’র গান গাইলেন আইয়ুব বাচ্চুর ছেলে
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ২০:২৬
(প্রিয়.কম) প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্যান্ড ফেস্ট ২০১৮’। ১ ডিসেম্বর, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ‘চ্যানেল আই’ চত্বরে অনুষ্ঠিত হয় এ ব্যান্ড উৎসবের পঞ্চম আসর।
উৎসবের শেষে জনপ্রিয় ব্যান্ড ‘এলআরবি’ নিয়ে হাজির হন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব। মঞ্চে উঠে তাজওয়ার প্রথমে ‘আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে’ শিরোনামের গানটি পরিবেশন করেন। এরপর মঞ্চে সকল ব্যান্ড সদস্যদের উপস্থিতিতে ‘তোমাকে ছাড়া আমি অসহায়’ গানটি পরিবেশন করেন।
এর আগে মঞ্চে উঠেন ‘দলছুট’ ব্যান্ডের সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। সঙ্গে ছিলেন সংগীতশিল্পী মানাম আহমেদ। অনুষ্ঠানে বাপ্পা বলেন, ‘জীবনে কখনো দর্শকদের সামনে বাচ্চু ভাই-এর গান গাইনি।’
প্রথমে বাচ্চুর ‘রূপালী গীটার’ গান গেয়ে শুরু করেন বাপ্পা। এরপর তিনি ‘তুমি আমার বায়ান্ন তাস’ ও ‘আমি তোমাকেই বলে দিব’ শিরোনামের গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি চ্যানেল আই দুপুর ২টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করেছে।
উৎসবটির প্রসঙ্গে চ্যানেলটির বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আজকের ব্যান্ড ফেস্টে সবাই আছেন, শুধু একজন নেই। ইংরেজি দুটি অক্ষরে তার পরিচয়, ‘এবি’। পেছনে তার সাদাকালো ছবি, সামনে গিটার। তিনি বলেছিলেন, ব্যান্ডের জন্য একটি দিন দরকার। আজকে ব্যান্ডের সবাই উপস্থিত। কেউ তাকে ভোলেননি। এ ব্যান্ড ফেস্টই হোক সংগীতের শক্তি।’
চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মামুনুর রশীদ, হায়দার হোসেন, তপন চৌধুরী, পার্থ বড়ুয়া, ফয়সাল সিদ্দিকী বগি, ফুয়াদ নাসের বাবু, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীরসহ আরও অনেকে। এ আয়োজনটি যেন আরও ব্যাপক পরিসরে হয় এ আশা ব্যক্ত করেন তারা।

দেশের জনপ্রিয় ও নতুন ১৭টি ব্যান্ডদলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ ব্যান্ডফেষ্ট। এদের মধ্যে ছিল ব্যান্ড ‘উচ্চারণ’, ‘ডিফারেন্ট টাচ’, ‘অবসকিউর’, ‘তীরন্দাজ’, ‘ম্যাট্রিকেল’, ‘ফিডব্যাক’, ‘জলের গান’, ‘আর্টসেল’, ‘উচ্চারণ’, ‘সমীকরণ’, ‘দলছুট’, ‘এলআরবি’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। আর পরিচালনা করেছেন অনন্যা রুমা। অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যান্ডগুলো এলআরবির গান পরিবেশন ছাড়াও নিজেদের দলের গানও পরিবেশন করে।
প্রিয় বিনোদন/গোরা