কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রবীর মিত্র, নূতন, রেহানা জলি ও কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি। ছবি: সংগৃহীত

চার শিল্পী পেলেন আর্থিক সহায়তা

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ২৩:৩৬
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ২৩:৩৬

(প্রিয়.কম) অভিনেতা প্রবীর মিত্র, রেহানা জলি, নূতন ও কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতিকে চিকিৎসা ও অসহায়ত্ব দূর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯০ লাখ টাকা প্রদান করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এই চার গুণী শিল্পীকে গণভবনে ডেকে নিয়ে এ অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র ও অসুস্থ অভিনেত্রী রেহানা জলি পেয়েছেন ২৫ লাখ করে অন্যদিকে অভিনেত্রী নূতন ও শিল্পী কুদ্দুস বয়াতি ২০ লাখ করে টাকা পেয়েছেন।

শিল্পী ঐক্য জোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েবের পরামর্শে সংগঠনটির সাধারণ সম্পাদক ও নাট্য নির্মাতা জিএম সৈকতের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন কুদ্দুস বয়াতিসহ বাকি তিনশিল্পী।

এ বিষয়ে জিএম সৈকত বলেন, গত সপ্তাহে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুদান চেয়ে আবেদন জমা দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যেই এই আবেদনের সাড়া পেয়েছি আমরা। সঞ্চয়পত্র হিসেবে প্রতিমাসে একটি করে কিস্তিতে টাকা পাবেন তারা।

প্রিয় বিনোদন/গোরা