কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনর ম্যাজিক ২ স্মার্টফোনের ফাঁস হওয়া ইমেজ। ছবি: সংগৃহীত

উন্মুক্তের আগেই অনর ম্যাজিক ২ ফোনের লাইভ ইমেজ ফাঁস

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১৩:০৭
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১৩:০৭

(প্রিয়.কম) চীনে হুয়াওয়ের নতুন অনর ম্যাজিক ২ স্মার্টফোন আগামী ৩১ অক্টোবর উন্মুক্ত হওয়ার কথা। কিন্তু উন্মুক্তের ঠিক আগে এই ফোনের নতুন ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। 

সম্প্রতি চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে অনর ম্যাজিক ২ ফোনের ছবি দেখা গেছে। সেখানে চীনের জনপ্রিয় অভিনেত্রী জানিলা ঝাও অনর ম্যাজিক ২ ফোনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। 

ম্যাজিক ২ ফোনের ভেতরে থাকবে অনরের ফ্ল্যাগশিপ হাইসিলিকন কিরিন ৯৮০ চিপসেট। এর সাথেই থাকবে একটি বেজেল লেস ডিসপ্লে আর ম্যানুয়াল স্লাইডার ক্যামেরা ডিজাইন। এ ছাড়াও ম্যাজিক ২ ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা।

এই স্মার্টফোনের প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে। ফোনের ডিসপ্লের চারপাশে কোনো বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোনো নচ। অপো ফাইন্ড এক্স ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। 

সম্প্রতি কিরিন ৯৮০ চিপসেটের মেট ২০ সিরিজের তিনটি ফোন উন্মুক্ত করেছে হুয়াওয়ে। এটি প্রথম মোবাইল কম্পিউটিংয়ে ৭এনএম চিপসেট। নতুন এই প্রসেসরে আগের থেকে অনেক কম ব্যাটারি খরচ হবে। ফলে ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে।

সূত্র: গ্যাজেটস ৩৬০

প্রিয় প্রযুক্তি/আজাদ চৌধুরী