কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ফাইল ছবি

গত অর্থবছরের রফতানি আয় ৪১০০ কোটি ডলার

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ২০:৪৫
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ২০:৪৫

(ইউএনবি) বাংলাদেশ ২০১৭-১৮ অর্থবছরে ২০২টি দেশে ৭৪৪ ধরনের পণ্য রফতানি করে চার হাজার ১০০ কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

২২ অক্টোবর, সোমবার জাতীয় সংসদে এ তথ্য জানান মন্ত্রী।

সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের (মাদারীপুর-৩) এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন।

দেশের রফতানি অল্প কিছু ধরনের পণ্যে সীমাবদ্ধ থাকার তথ্য সঠিক নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ১৯৭২-৭৩ অর্থবছরে ৬৮টি দেশে ২৫ ধরনের পণ্য রফতানি করে ৩৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয় করেছিল।’

তোফায়েল জানান, রফতানি পণ্যে বৈচিত্রতা আনার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাক খাতে রফতানির পরিমাণ ছিল দুই হাজার ৮১৪ কোটি ৯৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় পাঁচ কোটি ৫১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বেশি।

তোফায়েল বলেন, ‘২০০২-২০০৩ অর্থবছরে তৈরি পোশাক খাতে রফতানির আকার ছিল মাত্র ৪৯১ কোটি ২১ লাখ মার্কিন ডলার। সরকারের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে তৈরি পোশাক খাতে রফতানি প্রতি বছর বৃদ্ধি পেয়েছে এবং এটি আরও বৃদ্ধি পাবে।’

প্রিয় সংবাদ/শান্ত