কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: সংগৃহীত

কুয়েতে ৩ হাজার প্রবাসীর চুক্তি বাতিল

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৮, ০৯:৪২
আপডেট: ২৮ আগস্ট ২০১৮, ০৯:৪২

(প্রিয়.কম) কুয়েতের সিভিল সার্ভিস কমিশন প্রধান আহমদ আল-জাসার জানান, কুয়েতি নাগরিক নন এমন তিন হাজার ১৪০ জনের সঙ্গে চাকরির চুক্তি বাতিল করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তাদের চাকরির চুক্তি বাতিল করা হয়।

আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবগুলো সরকারি সংস্থার বাজেট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আল-জাসার বলেন, ‘২০১৭ সালে কুয়েত সিভিল সার্ভিস কমিশন সরকারি চাকরির পুনর্বাসনের যে নীতি গ্রহণ করেছে সেটার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে এক ফরমান জারি করা হয় যেখানে বলা হয়, সামনের পাঁচ বছরে সরকারি চাকরিতে প্রবাসীদের বদলে কুয়েতের নাগরিকদের নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, কুয়েতে মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই হচ্ছে বিদেশি। দেশটিতে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৭০ লাখ।

প্রিয় সংবাদ/রুহুল