বাবাকে উপহার দিয়ে চমকে দিতে পারেন। ছবি: সংগৃহীত

বাবা দিবসের জন্য পারফেক্ট ১২টি উপহার

নিগার আলম
লেখক
প্রকাশিত: ১৭ জুন ২০১৭, ২১:০৬
আপডেট: ১৭ জুন ২০১৭, ২১:০৬

(প্রিয়.কম) বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের বিষয়টি চিরন্তন। বাবা যেমন তার সন্তানকে ভালোবাসেন তেমনি সন্তানও ভালোবাসেন তার বাবাকে। হয়তো তা মুখ ফুটে বলা হয়ে উঠে না, তাই বলে ভালোবাসার কমতি থাকে না এতটুকু। সারাবছর বাবার প্রতি ভালোবাসা প্রকাশ না করলেও বাবা দিবসে উপহার দিয়ে থাকেন অনেকে। জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের বেশির ভাগ দেশে পালিত হয় বাবা দিবস। বাইরের দেশে এর প্রচলন আরো আগ থেকে শুরু হলেও গত শতকের প্রথম দশক থেকে বাংলাদেশেও শুরু হয় বাবা দিবস উদযাপন। বাবাকে উপহার দিয়ে, বাবার সাথে সময় কাটানোর মাধ্যমে পালিত হয় এই দিনটি। বাবা দিবস উপলক্ষ্যে উপহার কী কেনা হয়ে গেছে? নাকি ভাবছেন কী উপহার দেবেন? আপনার কাজটি সহজ করে দেবে এই ফিচারটি। বাবা দিবসে বাবাকে দিতে পারেন এই উপহারগুলো।

১। হাতঘড়ি

বাবা দিবসে সবচেয়ে পারফেক্ট উপহারটি হতে পারে একটি সুন্দর হাতঘড়ি। বাবার পছন্দের ব্র্যান্ডের কোনো ঘড়ি কিনে দিতে পারেন।

২। ওয়ালেট

বাবাদের প্রয়োজনীয় একটি জিনিস হলো ওয়ালেট। এই প্রয়োজনীয় জিনিসটি দিতে পারেন উপহার হিসেবে।

 

৩। এক জোড়া জুতো

জুতো হতে পারে বাবা দিবসের উপহার। বাবার পছন্দের আউটফিটের সাথে মানিয়ে কিনে দিতে পারেন ব্র্যান্ড বা নন-ব্র্যান্ডের জুতো।

৪। ব্যাটারি কেস

আপনার বাবা কি মোবাইলে চার্জ দিতে ভুলে যান? চার্জের অভাবে কারণে বন্ধ হয়ে যায় মোবাইল? তবে ব্যাটারি কেস তার জন্য পারফেক্ট উপহার। এটি পাওয়ার ব্যাঙ্কের মতো কাজ করে। যেকোনো স্থানে যেকোনো সময় এর মাধ্যমে মোবাইল চার্জ দেওয়া যায়।

৫।কোনো মুভির ডিভিডি

আপনার বাবা যদি মুভি দেখতে পছন্দ করেন, তবে তাকে দিতে পারেন প্রিয় কোনো মুভির ডিভিডি। সবচেয়ে ভালো হয় পুরাতন কোনো মুভির ডিভিডি হলে, যেটি হয়তো মনে মনে অনেক খুঁজেছেন তিনি, কিন্তু পাননি।  

৬। কার্ড

ভালোবাসি কথাটি প্রকাশ করার সহজ উপায় হলো কার্ড। বাবাকে না বলা কথাগুলো কার্ডে লিখে উপহার দিতে পারেন। চাইলে নিজের হাতে তৈরি করে দিতে পারেন কার্ড।  

৭। সুটকেস

কাজের প্রয়োজনে যদি আপনার বাবাকে প্রায় দেশের বাইরে যাওয়া প্রয়োজন পড়ে, তবে সুটকেস তার জন্য সবচেয়ে ভালো উপহার হবে।

৮। অটোমেটিক প্রো কার অ্যাডপটার

এটি আপনার বাবার ড্রাইভিংকে করে তুলবে আরো বেশি সহজ। বাবা দিবসে উপহার হিসেবে দিতে পারেন এটিও।

৯। শেভিং কিট

দারুন সুন্দর শেভিং কিট সেট বাজারে কিনতে পাওয়া যায়। এমন একটি শেভিং সেট হতে পারে বাবা দিবসের উপহার।  

১০। বই

সবচেয়ে ভালো উপহার হলো বই। আপনার বাবা যদি বই পড়তে পছন্দ করেন তাহলে তাকে দিতে পারেন বই। প্রিয় লেখকের প্রিয় কোনো সিরিজের সবগুলো বই উপহার দিতে পারেন তাকে।


 

১১। কফি মগ

চা বা কফি খেতে পছন্দ করলে দিতে পারেন একটি কফি মগ। আর মগের উপরে লেখা থাকতে পারে বাবাকে নিয়ে সব না বলা কথা।

 

১২। টি শার্ট

কার্ড এবং মগের মতো নিজের না বলা কথাগুলো লিখে টি-শার্ট তৈরি করে নিতে পারেন। আর তা উপহার দিতে পারেন বাবাকে। নতুন ডিজাইনের টি-শার্ট দেখে আপনার বাবা অব্যশই খুশি হবেন।

 

উপহার দেওয়ার পাশাপাশি তাকে বলুন “বাবা তোমাকে অনেক ভালোবাসি”। ছোট এই কথাটিই হবে তার জন্য শ্রেষ্ঠ উপহার।  

সূত্র: বিজনেস ইনসাইডার  

সম্পাদনা: কে এন দেয়া