
ছবি সংগৃহীত
হাসান আজিজুল হক
আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৩:৫০
হাসান আজিজুল হক একজন বাংলাদেশী ছোট গল্পকার এবং কথাসাহিত্যিক। জন্ম এবং পরিবার ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে হাসান আজিজুল হকের জন্ম। তার বাবার নাম মোহাম্মদ দোয়াবখশ। মার নাম মোছাম্মত জোহরা খাতুন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। পড়াশুনা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পড়াশুনা নিজের গ্রামেই করেছেন তিনি। ১৯৫৪ সালে যবগ্রাম মহারানী কাশীশ্বরী উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। ১৯৫৬ সালে খুলনার দৌলতপুরের ব্রজলাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। প্রথম যৌবনেই ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন হাসান আজিজুল হক। রাজনীতি করার কারণেই পাকিস্তান সরকারের চরম নির্যাতন ভোগ করতে হয় তাঁকে । কলেজের অধ্যক্ষ তাঁর মেধা-বৃত্তি ফাইল চাপা করে রাখেন এবং শেষ পর্যন্ত তাঁকে কলেজ ত্যাগ করতে বাধ্য করেন। পরে তিনি এসে ভর্তি হন রাজশাহী সরকারি কলেজে। ১৯৫৮ সালে এই কলেজ থেকে দর্শনশাস্ত্রে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভের পর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ১৯৬০ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। কর্মজীবন ১৯৬০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি রাজশাহী সিটি কলেজ, সিরাজগঞ্জ কলেজ, খুলনা গার্লস কলেজ এবং দৌলতপুর ব্রজলাল কলেজে অধ্যাপনা করেন। ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তত্কালীন উপাচার্য খান সারওয়ার মুরশিদ নিজে উদ্যোগী হয়ে তাঁকে রাজশাহী নিয়ে আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন হাসান আজিজুল হক। এই বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত টানা ৩১ বছর অধ্যাপনা করেন তিনি। তিনি পিএইচ, ডি অধ্যয়নের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন, কিন্তু বিদেশের পরিবেশ ভালো না-লাগায় তিনি অধ্যয়ন শেষ না-করেই দেশে প্রত্যাবর্তন করেন। ২০০৯-এ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার পদের জন্য মনোনীত হয়েছেন। সাহিত্য জীবন রাজশাহী কলেজে পড়ার সময় কলেজের উদ্যমী তরুণ মিসবাহুল আজীমের সম্পাদনায় প্রকাশিত ভাঁজপত্র 'চারপাতা'য় হাসানের প্রথম লেখা ছাপা হয়, লেখাটির বিষয় ছিল রাজশাহীর আমের মাহাত্ম্য। খুলনায় এসে তাঁর সাহিত্যসৃষ্টির উৎসমুখ খুলে গেল প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন 'সন্দীপন'-কে কেন্দ্র করে। ষাটের দশকের প্রথম দিকে নাজিম মাহমুদ, মুস্তাফিজুর রহমান, জহরলাল রায়, সাধন সরকার, খালেদ রশীদ প্রমুখ সংগ্রামী কয়েকজন তরুণের চেষ্টায় গঠিত হয়েছিল 'সন্দীপন গোষ্ঠী'। ১৯৬০ সালে 'বৃত্তায়ন' নামের একটি উপন্যাস লিখলেও তিনি নিজেই এটির বড় সমালোচক। এ রচনাকে তিনি নিজেই উপন্যাস হিসেবে অস্বীকার করে থাকেন। তবে 'আগুনপাখি' নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে ২০০৬ সালে। উপন্যাসটি বর্ষসেরা উপন্যাসের স্বীকৃতি লাভ করে। 'শিউলি' নামে আরও একটি ছোট উপন্যাস তিনি লিখেছেন। তার গল্পগ্রন্থ সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪) আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭) জীবন ঘষে আগুন (১৯৭৩) নামহীন গোত্রহীন (১৯৭৫) পাতালে হাসপাতালে (১৯৮১) আমরা অপেক্ষা করছি (১৯৮৮) রোদে যাবো (১৯৯৫) মা মেয়ের সংসার (১৯৯৭) বিধবাদের কথা ও অন্যান্য গল্প (২০০৭) রাঢ়বঙ্গের গল্প (১৯৯১) নির্বাচিত গল্প (১৯৮৭) হাসান আজিজুল হকের শ্রেষ্ঠগল্প (১৯৯৫) উপন্যাস বৃত্তায়ন (১৯৯১) আগুনপাখি (২০০৬) শিউলি নাটক চন্দর কোথায় (জর্জ শেহাদের নাটকের ভাষান্তর) প্রবন্ধ চালচিত্রের খুঁটিনাটি একাত্তর: করতলে ছিন্নমাথা কথাসাহিত্যের কথকতা অপ্রকাশের ভার অতলের আধি সক্রেটিস কথা লেখা কথা লোকযাত্রা আধুনিকতা ও সংস্কৃতি ছড়ানো ছিটানো কে বাঁচে কে বাঁচায় বাচনিক আত্মজৈবনিক শিশুসাহিত্য লালঘোড়া আমি (১৯৮৪ সালে প্রকাশিত কিশোর উপন্যাস) ফুটবল থেকে সাবধান (১৯৯৮ সালে প্রকাশিত শিশুতোষ গল্প) পুরস্কার তিনি ১৯৬৭ খ্রীস্টাব্দে আদমজী সাহিত্য পুরস্কার এবং খ্রীস্টাব্দে সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আরও অনেক পুরস্কার, পদক ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৯৯ খ্রীস্টাব্দে তিনি একুশে পদক লাভ করেন। এছাড়া ২০১২ সালে তিনি আসাম বিশ্ববিদ্যালয় থেকে সন্মানসূচক ডি-লিট ডিগ্রী পান। [২] অন্যান্য পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছেঃ বাংলাদেশ লেখক শিবির পুরস্কার (১৯৭৩), অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৮১), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৩), অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার (১৯৮৪), ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৮), কাজী মাহবুবউল্লাহ ও বেগম জেবুন্নিসা পুরস্কার (১৯৯৪) খুলনা সাহিত্য মজলিশ সাহিত্য পদক, (১৯৮৬) রাজশাহী লেখক পরিষদ পদক , (১৯৯৩) সাতক্ষীরা সাহিত্য একাডেমী পুরস্কার, (১৯৯৭) দিবারাত্রির কাব্য সাহিত্য পুরস্কার (পশিচমবঙ্গ), (১৯৯৭) শ্রুতি সাংস্কৃতিক একাডেমী পুরস্কার, (১৯৯৯) রাজশাহী সাহিত্য পরিষদ পুরস্কার, (২০০২) আব্দুর রউফ স্মৃতি পরিষদ সাহিত্য পুরস্কার, হবিগঞ্জ, (২০০৩) ক্রান্তি পদক, (২০০৪) অমিয়ভূষণ সম্মাননা, জলপাইগুড়ি, (২০০৪), গ্রুপ ধিয়েটার ফেডারেশান সম্মাননা, (২০০৬) প্রথম আলো বর্ষসেরা বই, (২০০৭) মার্কেন্টাইল ব্যাংক পুরস্কার, (২০০৭)। তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
- ট্যাগ: