ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ৯৫ : রুজি-রিজিকের মালিক একমাত্র আল্লাহ

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৪, ১২:০১
আপডেট: ৩০ জানুয়ারি ২০১৪, ১২:০১

আরবি হাদিস عَن عُمَرَ رضي الله عنه، قَالَ : سَمِعتُ رَسُولَ الله ﷺ، يَقُولُ: «لَوْ أَنَّكُمْ تَتَوَكَّلُونَ عَلَى اللهِ حَقَّ تَوَكُّلِهِ لَرَزَقَكُمْ كَمَا يَرْزُقُ الطَّيْرَ، تَغْدُو خِمَاصاً وَتَرُوحُ بِطَاناً»رواه الترمذي، وَقالَ: «حديث حسن». বাংলা অনুবাদ উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযোগ্য ভরসা রাখ, তবে তিনি তোমাদেরকে সেই মত রুজি দান করবেন যেমন পাখীদেরকে দান করে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত হয়ে (বাসা থেকে) বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে (বাসায়) ফিরে। [তিরমিযি ২৩৪৪, ইবন মাজাহ ৪১৬৪, আহমদ ২০৫, ৩৭২, (তিরমিযি, হাসান)]