ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ১০৪৮ : ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর প্রতিষ্ঠিত

priyo.Islam
লেখক
প্রকাশিত: ৩১ মে ২০১৪, ০২:০১
আপডেট: ৩১ মে ২০১৪, ০২:০১

আরবি হাদিস وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلٰهَ إلاَّ اللهُ، وَأَنَّ مُحَمَّداً رَسُولُ اللهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَحَجِّ البَيْتِ، وَصَوْمِ رَمَضَانَ». متفقٌ عَلَيهِ বাংলা অনুবাদ আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর প্রতিষ্ঠিত। (১) এই কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত মহাপুরুষ। (২) নামাজ প্রতিষ্ঠা করা। (৩) জাকাত প্রদান করা। (৪) কা‘বা গৃহের হজ্জ করা। (৫) রমযান মাসে রোযা পালন করা।” [বুখারি ৮, মুসলিম ১৬, তিরমিযি ২৬০৯]