ছবি সংগৃহীত
স্কুবা ডাইভিং- সাগরতলের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৬, ১২:১১
আপডেট: ২১ জানুয়ারি ২০১৬, ১২:১১
আপডেট: ২১ জানুয়ারি ২০১৬, ১২:১১
ফটোসোর্স- wb-online.co.uk
(প্রিয়.কম)- স্কুবা ডাইভিং একটি মজার অভিজ্ঞতা। ভাবুন, আপনি সমুদ্রের নীচে ভেসে বেড়াচ্ছেন। গভীর নীল সমুদ্র যা সব সময় দূর থেকেই দেখে অভ্যস্ত আমরা। কখনো হয়ত হাঁটু পানিতে নামা হয়। এর বেশী নয়। সেই সমুদ্রের নীচে গভীরে ভেসে বেড়াচ্ছেন আপনি। আপনার পাশ দিয়ে সাঁতার কাটছে রঙ্গীন মাছ, সাতার কাটছে কাছিম, ভাসছে জেলিফিশ, পাথরে পড়ে আছে স্টারফিশ। অনুভূতিটা একেবারে স্বর্গে পৌঁছে যাওয়ার মত।
স্কুবা ডাইভিং পানির নিচে ডাইভ করাকে বোঝানো হয় যেখানে স্কুবা ডাইভার Self-contained underwater breathing apparatus (scuba) ব্যবহার করেন শ্বাস নেওয়ার জন্য। ডাইভিং এর অন্য পদ্ধতিগুলো হল শ্বাস বন্ধ করে রাখা, নলের সাহায্যে স্থলভাগ থেকে অক্সিজেন নেওয়া। কিন্তু স্কুবা ডাইভিং ভিন্ন। এখানে ডাইভার নিজের সঙ্গে শ্বাস নেয়ার জন্য প্রয়োজনীয় গ্যাস এবং বিশুদ্ধ বাতাস রাখে। ফলে সে ইচ্ছা মত সাগরের নিচে ভেসে বেড়াতে পারে। এই স্বাধীনতার জন্যই স্কুবা জনপ্রিয়।
যে কেউ হুট করে চাইলেই কিন্তু স্কুবা ডাইভিং করতে পারবে না। স্কুবা ডাইভিং একটি অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চারের অংশ হতে হলে চাই প্রশিক্ষণ। আছে আরো কিছু শর্ত। আসুন জেনে নিই কারা স্কুবায় অংশ নিতে পারবেন, কারা পারবেন না।
বাংলাদেশেও এখন স্কুবা প্রশিক্ষণ শুরু হয়েছে। অপূর্ব সৌন্দর্যের আঁধার সেন্ট মার্টিনে আপনি চাইলেই এখন সাগর তলের এই অভিযান চালাতে পারবেন।
যোগাযোগ-
১। কোরাল ভিউ রিসোর্ট - ০১৯৮০০০৪৭৭৭
২। ঢাকা ডাইভার্স ক্লাব - ০১৭১১৬৭১১৩০
৩। ওশেনিক স্কুভা ডাইভিং সার্ভিং- ০১৭১১৮৬৭৯৯১জনপ্রতি ৩৫০০- ৪০০০ টাকা।
এবার তাহলে সেন্ট মার্টিনে গেলে অবশ্যই স্কুবা ডাইভিং করে আসবেন। পানির নিচের অতুলনীয় এই অ্যাডভেঞ্চার জীবনের মানেই বদলে দেবে আপনার চোখে। সৌন্দর্য সব সময় মনকে বড় করে, পবিত্র করে। তাই যতসম্ভব সৌন্দর্যের কাছে যান। ভাল থাকুন, সুস্থ থাকুন দেহে এবং মনে।
লিখেছেন
আফসানা সুমী
ফিচার রাইটার, প্রিয় লাইফ
প্রিয়.কম
বিডি নিউজ ২৪
| মেয়র হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ী
১২ মিনিট আগে
১ ঘণ্টা, ২৯ মিনিট আগে
১ ঘণ্টা, ৩১ মিনিট আগে
২ ঘণ্টা, ৯ মিনিট আগে
২ ঘণ্টা, ১০ মিনিট আগে
২ ঘণ্টা, ১৩ মিনিট আগে
২ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
১৯ ঘণ্টা, ৪১ মিনিট আগে