ছবি সংগৃহীত

সিন্ধু সভ্যতার পতনের কারণ আবিষ্কার!

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৪, ১৫:৩০
আপডেট: ২২ জানুয়ারি ২০১৪, ১৫:৩০

আজ থেকে চার হাজার বছর আগে ভারত ও পাকিস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল বিশাল ও সমৃদ্ধ এক সিন্ধু সভ্যতা। নতুন এক গবেষণা বলছে, ব্যক্তিগত সংঘাত ও রোগ-ব্যধির কারণে এ সভ্যতার পতন ঘটে। খ্রিস্টপূর্ব ২২০০-১৯০০ সালের মাঝামাঝি সময়ে গড়ে ওঠে এ সভ্যতা। সমসাময়িক যুগের অন্য দুই সমৃদ্ধ সভ্যতা মিশর ও মেসোপটেমিয়ার সাথে সিন্ধুর ছিল বাণিজ্যিক সম���পর্ক। কিন্তু কিভাবে সিন্ধু সভ্যতার পতন ঘটলো সেটা বহু বছর ধরে ছিল রহস্যঘেরা। গবেষকরা মনে করছেন জলবায়ুর, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলোর বেশ বড় একটি প্রভাব ছিল সিন্ধু সভ্যতার উত্থান ও পতনের উপর। কিন্তু এতদিন এটা জানা যাচ্ছিল না যে কিভাবে এ ক্রম পরিবর্তন এই সভ্যতার মানুষের ক্ষতিসাধন করেছে। আমেরিকার Appalachian State Universityর গবেষক জেন রবিনস শাগ সিন্ধু সভ্যতার অনেক বড় একটি শহর হরপ্পার তিনটি সমাধিক্ষেত্র থেকে অনেক প্রাচীন কঙ্কালগুলো পরীক্ষানিরীক্ষা করে সেগুলোতে ব্যপক রোগ-ব্যধির চিহ্ন পান।প্রাপ্ত তথ্য বলছে, সিন্ধু সভ্যতার মানুষরা বেশ শান্ত ও সহযোগিতা মনোভাব সম্পন্ন ছিল। কিন্তু শেষ পর্যন্ত সামাজিক অস্থিরতা ও সঙ্ঘর্ষ এ সভ্যতাকে ধ্বংস করে দেয়।