
ছবি সংগৃহীত
সাকিব আল হাসানের বিখ্যাত সব উক্তি
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:০৯
( প্রিয়.কম ) মাঠের বাইরে দুর্দান্ত পারফর্ম করা সাকিব আল হাসান বিশ্বের তিন ফরম্যাট ক্রিকেটেই এক নাম্বার অল-রাউণ্ডার । মাঠের পাশাপাশি মাঠের বাইরেও সাকিব আল হাসান সমান আলোচনার বিষয় বস্তু তার বিভিন্ন উক্তির জন্য । দেখে নেয়া যাক তার অসাধারন কিছু উক্তি, 'আপাতত জয় বা পরাজয় নিয়ে ভাবছি না । ভাবছি নিজের খেলা নিয়ে । আমি ভালো খেলা মানে সেটা দলেরই উপকার হওয়া । যদি সবাই নিজ নিজ দায়িত্ব ভালোভাবে করে তবে সেটা দলেরই উপকার । ' ক্যারিয়ার শুরুর দিকে আফ্রিকার বিরুদ্ধে খেলার আগে । 'যদি দলের ৯ জন খেলোয়াড়ও বিশ্বাস করে যে আমাদের পক্ষে জেতা সম্ভব তবুও কিছুই হবে না । দলের ১১ জন খেলোয়াড়কেই বিশ্বাস করতে হবে আমাদের জেতা সম্ভব তবেই সব সম্ভব । ' ২০১১ বিশ্বকাপ শুরুর আগে । 'সৌরভ গাঙ্গুলি ভারতের দলের ভেতর সর্বপ্রথম ' নো ফেয়ার ' মনোভাব এনেছিল । আমিও চাই দলের ভেতর সেটা নিয়ে আসতে । ' ২০১১ বিশ্বকাপ শুরুর আগে । 'গ্রুপিং ! অবশ্যই আমাদের দলে দুটো গ্রুপ আছে । এক ব্যাটিং গ্রুপ আর দুই বোলিং গ্রুপ ' দলে গ্রুপিং আছে কি না সে প্রশ্নের জবাবে । ' যখন দর্শক সাকিব বলে চিৎকার করলো সেটা শোনার পর পরই সব ভয় জড়তা এক মুহূর্তে কেটে গেলো । ' তিনমাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে ব্যাটিং করতে যাবার অনুভূতি । ' যখন সুমন ভাই ক্যাপ্টেন ছিলেন তখন সবাই উনার জন্যই ভালো খেলতে চাইত । উনি সবার ভেতর সেই সম্মান অর্জন করতে পেরেছিলেন । আমিও চাই তেমন হতে । ' ২০১১ বিশ্বকাপের আগে । ' যখন ছেলেটি বলল , ফুলের দাম লাগবে না । একটা ছক্কা মাইরেন । তখন সারা শরীর আমার শিউরে উঠলো । ' ফুলওয়ালা একটি ছেলেকে ফুলের দাম দিতে গেলে ছক্কার আবদারে । ' আমি বা বাংলাদেশের কেউ খেললেই কেবল বাংলাদেশের মানুষ আইপিএলের খেলা দেখে এবং তাদের আগ্রহ থাকে । ' ভারতের আইপিএলে সংবাদ সম্মেলনে জনৈক সাংবাদিককে । 'প্রধানমন্ত্রী যেদিন আমাকে দেখতে এলেন আর মাথায় হাত বুলিয়ে দিলেন । তা মায়ের মতোই । ' ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে প্রধানমন্ত্রী দেখতে গেলে। 'আমরা যতোটা স্বামী স্ত্রী তার চেয়েও ভালো বন্ধু ' স্ত্রী শিশির সম্পর্কে। 'জনৈক সাংবাদিক বললেন এক টেস্টে সেঞ্চুরি ও দশ উইকেটের কথা। তাকে বললাম মনে থাকবর। ' জিম্বাবুয়ের বিরুদ্ধে একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট পেয়ে বিশ্বরেকর্ডের পর।