ছবি সংগৃহীত

মাহিয়া মাহির আসল নাম কি?

priyo.com
লেখক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৫, ১৩:১১
আপডেট: ০৪ এপ্রিল ২০১৫, ১৩:১১

(প্রিয়.কম) সিনেমায় এসে নাম বদলানো যেন একটি স্বাভাবিক ঘটনা। এমনকি ভক্তরা জানতেই পারেনা যে নাযিকার আসল নাম কি ছিলো। আমাদের দেশের ঘটনা ঠিক এমনই। সেই ধারাবাহিকতায় শারমিন আক্তার নিপা চলচ্চিত্রে এসে হয়ে যান মাহিয়া মাহি। তবে নতুন খবর হলো এই নায়িকা তার আসল নামে আবারো ফিরে গিয়েছেন। সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্টে মাহিয়া মাহি নামটি পাল্টে শারমিন আক্তার নিপা করেছেন। বাংলা চলচ্চিত্রের শুরু থেকেই তারকাদের নাম পাল্টানোর প্রবণতা দেখা যায়। সেই ধারাবাহিকতায় হাল আমলের নায়ক নায়িকাদের নামও পাল্টে যায় ক্ষণে ক্ষণে। সম্প্রতি মাহি তার ফেসবুক অ্যকাউন্টের নাম পাল্টে রেখেছেন শারমিন আক্তার নিপা। মাহি কি কারো উপর বাজিতে হেরে এ নাম বদলালেন কি না জানা যায় নি!