
ছবি সংগৃহীত
ভালোবাসায় মগ্ন মৌসুমী নাগ ও শোয়েব
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ০৬:৫৫
ভালোবাসায় মগ্ন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ ও অভিনেতা শোয়েব। তাদের মাঝে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তাদের ভালোবাসার এই গুঞ্জনের আগুনে বাতাস দিচ্ছে ফেসবুকে তাদের তোলা ঘনিষ্ঠ ছবিগুলো। যেখানে মিডিয়ার তারকারা তাদের প্রেম ভালোবাসার খবর লুকিয়ে রাখতে চায় সেখানে তাদের এই খুল্লাম খুল্লা ভালোবাসার প্রকাশ মিডিয়া সংশ্লিষ্ট সবাইকে অবাক করেছে। দুজনের ফেসবুকেই তাদের ঘনিষ্ঠ দৃশ্যের ছবি শোভা পাচ্ছে। বিশেষ করে সমুদ্র সৈকতে ধারণকৃত তাদের আবেগঘন দৃশ্যের ছবিগুলো গভীর প্রেমানুভূতির পরিচয়ই বহন করছে। তাছাড়া ইদানীং তারা দুজনে জুটিবদ্ধ হয়ে অধিকাংশ নাটকেই অভিনয় করছেন। অভিযোগ রয়েছে, শোয়েবকে না নিলে মৌসুমী না কি পরিচালকদের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। তারা অচিরেই বিয়ে করবেন বলেও গুজব রটেছে। সম্প্রতি মিঠু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্কচ্ছেদ হয়েছে। তার ফেসবুকের রিলেশন স্ট্যাটাসেও 'সিঙ্গেল' কথাটি শোভা পাচ্ছে। উল্লেখ্য, খ্যাতিমান যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাস ও অমলেন্দু বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাসের সঙ্গে ২০০০ সালে মৌসুমীর বিয়ে হয়। এরপর স্বামীর নাগরিকত্ব সূত্রে কিছুদিন কানাডায় অবস্থান করেন। সেখানে তার একমাত্র ছেলে পৃথ্বী বিশ্বাসের জন্ম হয়। এরপরপরই তাদের মধ্যে দাম্পত্ব্য কলহ দেখা দেয়।
- ট্যাগ:
- বিনোদন