ছবি সংগৃহীত

বলিউডে সবচাইতে আবেদনময়ী পায়ের অধিকারিণী ৭ নায়িকা (দেখুন ছবিতে)

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৩২
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৩২

(প্রিয়.কম) না, আমরা বলছি না। এখানে যেসব নায়িকাদের কথা বলা হচ্ছে, তাঁদের তালিকা প্রকাশ করেছে MTV। জনপ্রিয় চ্যানেল MTV-র চোখে এই মুহূর্তে এই ৭ জনই হচ্ছেন বলিউডের সবচাইতে আবেদনময়ী পায়ের অধিকারিণী ৭ নায়িকা। কে কে আছে তালিকায়? ১) প্রথমেই আছে দীপিকা পাডুকোনের নাম। লম্বা ও আকর্ষণীয় শরীরের অধিকারী দীপিকার অন্যদিকে যাই কম থাকুক না কেন, সেটা পা দিয়ে পুষিয়ে দিয়েছেন! ২) দুই নম্বরে আছেন বিপাশা বাসু। এই দারুণ ফিগার তৈরি করতে অবশ্য ভয়ানক শ্রমও দিয়ে থাকেন তিনি। ৩) এমটিভির তালিকায় ৩ নম্বরে আছেন প্রিয়াংকা চোপড়া। নিজের দারুণ পা গুলি দেখাতে তিনি কখনোই কার্পণ্য করেন না! ৪) একজন নারীর যা যা থাকতে পারে, তার সবই আছে ক্যাটরিনা কাইফের। নিখুঁত শরীর, মসৃণ ত্বক, দারুণ চেহারা, সেই সাথে দুটি নজর কাড়া পা। ৫) বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের অবস্থান পায়ের ক্ষেত্রে ৫ নম্বরে। সবকিছু মিলিয়ে নিজের মত করেই সুন্দরী তিনি। ৬) বলিউডে ইতিমধ্যেই আবেদনময়ী হিসাবে নাম কুড়িয়েছেন আনুশকা শর্মা। এবং তার সম্পদের মাঝে পা দুখানা অন্যতম! ৭) কঙ্গনা রানাউত ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন নিজের জায়গা। তার কোঁকড়া চুলের অনবদ্য সৌন্দর্যের সাথে দীঘল পায়ের আকর্ষণ এড়ায় কার সাধ্য? বড় আকারে দেখতে প্রতিটি ছবিতে ক্লিক করুন