ছবি সংগৃহীত

ফেসবুকের স্ট্যাটাস এবং ছবিতে ১ সেকেন্ডে ১০০০ এরও বেশি লাইক পাওয়ার উপায়

প্রিয় টেক
লেখক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৪৯
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৪৯

নিজের ফেসবুক স্ট্যাটাস এবং ছবিতে বেশি লাইক পেতে কেনা ভালবাসে। আবার অনেকেই আছেন যারা নিজের স্ট্যাটাস কিংবা ছবির জনপ্রিয়তা বাড়াতে চান। তাই ফেসবুকে বেশি লাইক পেতে একটি ছোট কৌশল চাইলে আপনি কাজে লাগাতে পারেন। ফেসবুকে ১ মিনিটে ১০০০ এরও বেশি লাইক কিভাবে পাবেন তা নিচে বর্ণনা করা হলঃ ১) প্রথমেই আপনার নিজের ফেসবুক প্রোফাইলটি ওপেন করুন। ২) এখন আপনি আপনার যে ছবি বা স্ট্যাটাসে বেশী লাইক পেতে চাচ্ছেন তা সিলেক্ট করুন। f1 f6 ৩) উপরের ছবিটিতে দেখুন এটিতে কেবল ৩ টি লাইক আছে। এখন একে যদি ২০০০ লাইকে পরিণত করতে চান তবে লাইক এর পাশে যেখানে ‘3 others’ লেখা রয়েছে তাতে রাইট ক্লিক করুন। f2 ৪) এখন ‘inspect element’ এ ক্লিক করুন। f3 ৫) এখন একটি পেজ আসবে। যার মধ্যে উপরের ছবির মত আপনার লাইকের সংখ্যার সাথে others লেখা লাইনটি খুঁজে বের করুন । এখন লাইকের সংখ্যার স্থানে ডাবল ক্লিক করে 1000 এডিট করে লিখুন। f4 f9 ৭) তারপর ‘inspect element’ পেজটি বন্ধ করুন। ৮) এখন দেখুন আপনার ছবি বা স্ট্যাটাসের লাইকের সংখ্যা এক নিমিষেই ১০০০ এ পরিণত হয়েছে। এইভাবে লাইকের সংখ্যা পরিবর্তন করে আপনার বন্ধুদেরকে অবাক করে দিতে পারেন।