
ছবি সংগৃহীত
ড. দেবপ্রিয় ভট্টাচার্য
আপডেট: ১৪ আগস্ট ২০১৩, ১০:৪০
১৯৬৪ সালে ঢাকায় হিন্দু-মুসলমান দাঙ্গার দিনে ঘরছাড়ার অভিজ্ঞতা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ভয়াল দিনে শরণার্থী হিসেবে দেশ ছাড়া, আশির দশকে স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা-দিনযাপনের এসব বাঁক পরিবর্তন জীবনকে প্রভাবিত করেছে কিন্তু তাঁর স্বদেশ ভাবনা বদলায়নি। জীবনকে অর্থবহ করতেই নতুন পথের খোঁজে বেরিয়েছেন নিত্য। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) দেশে-বিদেশে যত কর্মে রত থেকেছেন সর্বত্রই সমাজ বদলের নিত্যনতুন ভাবনার অনুসন্ধান করেছেন। জন্ম ও পরিবার ড. দেবপ্রিয় ভট্টাচার্য-এর জন্ম ১৯৫৬ সালে কলকাতায় মামার বাড়িতে। তাঁর বাবার নাম দেবেশ চন্দ্র ভট্টাচার্য (১৯১৪-২০০৪)। তিনি ছিলেন মানবতাবাদী আইনজীবী এবং বিচারপতি। দেবেশ চন্দ্র ভট্টাচার্য ছিলেন টাঙ্গাইলের এলেংগার জমিদার নরেশচন্দ্র ভট্টাচার্য এর ছেলে। জমিদার পরিবারের সন্তান হলেও কমিউনিস্ট রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন দেবেশ চন্দ্র ভট্টাচার্য। আর মা চিত্রা ভট্টাচার্য নেত্রকোনার জমিদার পরিবারের মেয়ে। সুসং দুর্গাপুরের জমিদাররা মায়ের মামা হন। মহিলা পরিষদ, মহিলা লিগাল এইড কমিটিসহ অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন মা। পরে মহিলা পরিষদের সহ-সভাপতি হয়েছিলেন। দেবপ্রিয় ভট্টাচার্য রা দু’ভাই এক বোন। ছোট ভাই দেবদর্শি ভট্টাচার্য (দীপেন ভট্টাচার্য নামেই পরিচিত), বোন দেবলীনা রায়। দীপেন ভট্টাচার্য পেশায় একজন জ্যোতির্বিজ্ঞানী। বোন দেবলীনা কলকাতায় শিক্ষকতা করেন। লেখাপড়া লেখাপড়ার পাঠ শুরু হয় প্রথমে ঢাকায়। ১৯৬৪ সালে ঢাকায় হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হলে ঢাকা ছেড়ে কলকাতায় যেতে হয়। সেখানে ১৯৬৫ তে মামার মামাদের বাড়িতে তৃতীয়, চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা হয়। পরে ১৯৬৬ সালে তাঁরা দু’ভাই ঢাকায় ফেরত আসেন। ঢাকায় এসে তিনি সেন্ট গ্রেগরী হাইস্কুলে পড়া শুরু করেন। এরপর ঢাকা কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে সমাজ বদলের ঘোর স্বপ্নে উন্মাতাল তরুণ দেবপ্রিয় এক সময় পাড়ি জমিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের মস্কো শহরে। সেই শহরেই উচ্চ শিক্ষা লাভ করেন। উচ্চতর লেখাপড়া শেষে নিজেকে সংস্কারবাদী বিপ্লবী হিসেবে অনুভব করে দেশে ফিরেছেন। কর্মময় জীবন প্রখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবহানের সঙ্গে সমাজ অর্থনীতি গবেষণার কাজে জড়িয়েছেন। এবং বর্তমানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)র সম্মানিত ফেলো। প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, লিও তলস্তয়। এ ছাড়া গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, এমিলি ডিকেনসন, সুচিত্রা ভট্টাচার্য, জন ডি প্রিশাম, ফ্রেডরিক ফোরসাইথ ও ড্যান ব্রাউন। পছন্দের খাবার দেবপ্রিয় ভট্টাচার্য-এর পছন্দের খাবারের তালিকায় আছে কাচ্চি বিরিয়ানি ও ছানার পায়েস এবং পছন্দের পানীয় হলো কফি। প্রিয় পোশাক পায়জামা-পাঞ্জাবি পড়তে ভালোবাসেন। কিন্তু পেশাগত কারনে এই পোশাক বেশি পড়তে পারেন না। প্রিয় জায়গা পাহাড়-হ্রদ অথবা পাহাড়-সমুদ্রের মিশেল আছে যেখানে। অবসর সময় সদা ব্যস্ত দেবপ্রিয় ভট্টাচার্য তেমন অবসর পান না। যতটুকু সময় পান সে সময়ে একটু ঘুমানো, বই পড়া, টিভি-সিনেমা দেখেন। এছাড়া মাঝেমধ্যে গ্রামের বাড়ি টাঙ্গাইলে যাওয়া হয়।
- ট্যাগ: