
ছবি সংগৃহীত
টিউটোরিয়াল: প্রক্সি- কেন এবং কিভাবে !
আপডেট: ২৫ অক্টোবর ২০১২, ০৪:২১
(প্রিয় টেক) প্রক্সির নাম বা ব্যবহার আমরা অনেকেই জানি। অনেক কাজেই প্রক্সির ব্যবহার করতে হয় আমাদের। আসুন প্রক্সি নিয়ে খানিকটা আলোচনা করা যাক আগে। মজার একটা উদাহরণ দিয়ে শুরু করা যেতে পারে। স্কুল বা কলেজে অনেক সময় দেখা যায়, কেউ একজন ক্লাসে উপস্থিত না থাকলে, রোল কল এর সময় তার বন্ধু বান্ধবদের কেউ একজন তার রোলের সময় প্রেজেন্ট দেয়, মানে সে উপস্থিত না থেকেও উপস্থিত! এটাকে ক্লাস প্রক্সি বলা হয়। ইন্টারনেট প্রক্সিটার ধারনাটাও অনেকটা এরকম।
আপনি যখন একটা লিঙ্ক ভিজিট করছেন, মানে আপনার ব্রাউজার যখন সার্ভারে হেডার রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন আপনার আইপি, সার্ভার এর অ্যাক্সেস লগে লিপিবদ্ধ হয়। ফলে আপনি যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে সেই সাইট বা লিংক ভিজিট করছেন, সেটা সেই সাইটের ডেভেলপার/ওয়েবমাষ্টার জানতে পারছে। এখন আপনি যদি এই ব্রাউজার থেকে সার্ভার কানেকশন এর মাঝে একটা নতুন মাধ্যম ঢুকিয়ে দেন, তাহলে সার্ভারের লগে আপনার আইপির বদলে থাকবে সেই নতুন মাধ্যমের আইপি। আর এই মাধ্যমটাই হলো প্রক্সি! সহজে বোঝানোর জন্য নিচের এই ছবিটার দিকে নজর দিন:
প্রক্সি নানা ধরনের হয়। ফরোয়ার্ড, ডায়নামিক, ওপেন, রিসার্ভ। তবে আমরা মূলত আলোচনা করবো প্রক্সির ব্যবহার নিয়ে।
ব্যবহারের ভিত্তিতে প্রক্সি সাধারণত চার ধরনের হয়। অন্তত এই চার ধরন মানুষ বেশি ব্যবহার করে।
- স্ক্রিপ্ট প্রক্সি বা ওয়েব প্রক্সি
- আইপি প্রক্সি
- টানেল প্রক্সি বা ভিপিএন নামে অনেকেই চেনেন এটাকে
- অনিয়ন নেটওয়ার্ক - এটা আইপি প্রক্সির একটা নতুন ধারা
স্ক্রিপ্ট প্রক্সি বা ওয়েব প্রক্সি:
এর ব্যাবহারটা এরকম, আপনি স্ক্রিপ্ট প্রক্সির একটা পেজ থেকে একটা ওয়েবসাইটে ঢুকলেন, প্রথমে সেই স্ক্রিপ্ট সাইটের সব ফাইল ডাউনলোড করবে তার টেম্পোরারি ফোল্ডারে, এরপর আপনার কাছে পাঠাবে। এই ধরনের প্রক্সি তুলনামূলক ভাবে কিছুটা স্লো, দুইবার ডাটা ট্রান্সফার এর কারণে স্লো হয়। তাছাড়া ডাটা মিসিং এর সম্ভাবনা বেশি। এই ধরনের প্রক্সির নিরাপত্তা অনেক কম হয়। যে কোন ধরনের সিকিওর অ্যাকাউন্ট ব্যবহার এর জন্য একদমই অনুপযোগী এবং ক্ষতিকর। তবে সাধারণ কাজে এটা ব্যবহার করতে পারেন। উদাহরণ স্বরূপ নিচে কয়েকটা দিলাম, দেখতে পারেন: -> http://proxy.my-addr.com/ -> http://www.hidemyass.com/ -> http://www.freewebproxy.net/ এমনকি চাইলে আপনি নিজেও একটা বানিয়ে ফেলতে পারেন, খুব কঠিন কিছু না। গ্লিপ ( Glype ) নামের একটা ওপেন সোর্স ওয়েব প্রক্সি স্ক্রিপ্ট আছে, যা ব্যবহার করে আপনিও হতে পারেন একটা প্রক্সি সাইটের গর্বিত মালিক
আইপি প্রক্সি:
এটার কাজ মূলত আপনি একটা আইপি এবং পোর্ট দেওয়া হবে। সেটা ব্যবহার করে আপনার কানেকশন কাজ করবে। টেকনিক্যাল ডিটেইলসে যাবো না, কিভাবে এটা ব্যবহার করতে হবে দেখা যাক। প্রথমে আমাদের লাগবে, একটা আইপি এবং পোর্ট। সেটার জন্য আপনি এই লিস্টটা ভিজিট করতে পারেন। নানা দেশের নানা টাইপের, নানা স্পিডের, নানা নিরাপত্তার আইপি প্রক্সির লিস্ট আছে এখানে।যে বিষয়গুলো মাথায় রাখতে হবে:
- সব আইপির স্পিড সমান নয়, তাই কানেকশন স্লো হতে পারে।
- ফ্রি প্রক্সি হওয়ার কারণে একটা আইপি অনেকেই ব্যবহার করে, সে কারণেও স্লো হতে পারে।
- সব আইপির সিকিউরিটি সমান নয়। তাই খুব গোপন কিছুর ক্ষেত্রে এগুলো ব্যবহার না করাই ভালো।
- ভুলেও কোন ধরনের সোশ্যাল নেটওয়ার্কে লগইন করবেন না এই আইপি গুলো ব্যবহার করে, অথবা ইমেইল চেক করবেন না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিউটোরিয়াল
- internet
- Netowrking
- proxy