ছবি সংগৃহীত

চেহারা বুঝে দাড়ি রাখুন..

Mahmud Ullah
লেখক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৬, ০৮:৫৪
আপডেট: ২৬ এপ্রিল ২০১৬, ০৮:৫৪

ছবি: সংগ্রহ

(প্রিয়.কম) দাড়ি রাখা এখন একটি ফ্যাশন। সেই ফ্যাশন দেখে অনেকেই দাড়ি রাখতে চান। কিন্তু দাড়ি মানাচ্ছে না তাই তো? দাড়ির স্টাইলে কিন্তু এখন এসেছে নতুনত্ব। নিত্যনতুন স্টাইল যোগ হয়েছে। আগে জানতে হবে আপনার মুখে কোন স্টাইলের দাড়ি রাখলে ভালো মানাবে। তাই মুখের গড়ন অনুযায়ী কেমন হওয়া চাই দাড়ির স্টাইল, তার জন্য রইল কিছু টিপস্-

গোলাকৃতি চেহারা : আপনার চেহারাটি যদি বেশ গোলগাল হয়, তবে দাড়ি রাখুন এমন ভাবে। গালের দিকে ছোটো ও থুঁতনির দিকটায় বড় করে দাড়ি রাখুন। তাতে চেহারায় আসবে স্লিমট্রিম লুকস। 

লম্বাকৃতি চেহারা : চেহারা লম্বা হলে বেশি বড় দাড়ি একেবারেই মানায় না। তাতে মুখের গড়ন আরও লম্বা দেখায়। এই ধরনের চেহারার জন্য ছোটো ট্রিম দাড়ি ভালো মানায়। তাতে চেহারা বেশ ভরাট দেখায়। 

চৌকো চেহারা : গোলাকৃতির চেহারার গড়নের মতোই হবে চৌকো মুখের দাড়ির স্টাইল। দু’পাশের গালে হালকা দাড়ি রেখে থুঁতনির কাছে দাড়ি হতে হবে সামান্য লম্বা। 

ভারী চেহারা : কারও কারও চেহারা শরীরের তুলনায় বেশি বড়। তাদের দাড়ি রাখার সময় খেয়াল রাখতে হবে, দাড়ি রেখে যেন চেহারা আরও ভারী না মনে হয়। বড় চেহারার জন্য হালকা দাড়ি ভালো মানায়। মুখ ভর্তি দাড়ি চেহারার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে।  

ছোটো চেহারা : চেহারা ছোটো বলে যদি আপনি বড় দাড়ি রাখার প্ল্যান করেন, তবে একেবারেই ভুল করবেন। ছোটো মুখের গড়নের সঙ্গে ছোটো দাড়িই ভালো মানায়। সেক্ষেত্রে আপনি গাল ভর্তি দাড়ি রাখতেই পারেন, তবে বেশি লম্বা দাড়ি নয়। নয়তো শরীরের তুলনায় মুখ অনেক বড় ও বেঢপ দেখাবে। 

ডিম্বাকৃতি চেহারা : ডিম্বাকৃতি বা ওভাল, এই চেহারা পুরুষরা এদিক থেকে বেশ লাকি। যে কোনও স্টাইলের দাড়ির কাট ভালো মানিয়ে যায়। তাই আপনার চেহারাও যদি হয় ডিম্বাকৃতি, নির্দ্বিধায় নিজের ইচ্ছেমতো দাড়ি রাখুন।