ছবি সংগৃহীত

কাবা শরিফের আদলে বায়তুল মোকাররম মসজিদ (নয়া দিগন্ত)

priyo.com
লেখক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৪, ১৯:৫৮
আপডেট: ২৬ জুলাই ২০১৪, ১৯:৫৮

(নয়াদিগন্ত) বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। বাংলাদশের বৃহত্তম মসজিদও বায়তুল মোকাররম। অবয়ব কাবা শরিফের মতো হওয়ায় মসজিদটি মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মসজিদটি ঢাকার গুলিস্তান থেকে উত্তরে জিরো পয়েন্টসংলগ্ন ঢাকা জিপিও ভবনের পূর্ব দিকে অবস্থিত। মসজিদটির পূর্ব দিকে রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম। উত্তর দিকে পল্টন সড়ক ও দক্ষিণে রমনা ভবন। বিশ শতকের পঞ্চাশের দশকের শেষ দিক থেকে ঢাকা অত্যন্ত দ্রুততার সাথে বৃদ্ধি পেতে থাকে। ১৯৫৯ সালের কথা। এ ভূখণ্ডটি তখন পাকিস্তানের অংশ ছিল। দেশে তখন চলছিল সামরিক শাসন। দেশের এই ক্রান্তিলগ্নে বিখ্যাত বাওয়ানী জুট মিলস গ্রুপের মালিক হাজী আবদুল লতিফ বাওয়ানী পূর্ব পাকিস্তান শামরিক শাসক মেজর জেনারেল ওমরাও খানের কাছে ঢাকায় বিপুল ধারণক্ষমতাসহ একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। ওমরাও খান মসজিদ নির্মাণের ব্যাপারে কোনো ধরনের অনীহা প্রকাশ না করে সরকারের সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন। অবয়ব কাবা শরিফের মতো হওয়ায় মসজিদটি মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মসজিদটি ঢাকার গুলিস্তান থেকে উত্তরে জিরো পয়েন্টসংলগ্ন ঢাকা জিপিও ভবনের পূর্ব দিকে অবস্থিত। মসজিদটির পূর্ব দিকে রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম। উত্তর দিকে পল্টন সড়ক ও দক্ষিণে রমনা ভবন। বিশ শতকের পঞ্চাশের দশকের শেষ দিক থেকে ঢাকা অত্যন্ত দ্রুততার সাথে বৃদ্ধি পেতে থাকে। ১৯৫৯ সালের কথা। এ ভূখণ্ডটি তখন পাকিস্তানের অংশ ছিল। দেশে তখন চলছিল সামরিক শাসন। দেশের এই ক্রান্তিলগ্নে বিখ্যাত বাওয়ানী জুট মিলস গ্রুপের মালিক হাজী আবদুল লতিফ বাওয়ানী পূর্ব পাকিস্তান শামরিক শাসক মেজর জেনারেল ওমরাও খানের কাছে ঢাকায় বিপুল ধারণক্ষমতাসহ একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। ওমরাও খান মসজিদ নির্মাণের ব্যাপারে কোনো ধরনের অনীহা প্রকাশ না করে সরকারের সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন বিস্তারিতঃ http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=NTc2MzA=&sec=16