
ছবি সংগৃহীত
কন্যা নায়লাকে নিয়ে শ্বশুরবাড়িতে ন্যান্সি
আপডেট: ১৪ জানুয়ারি ২০১৪, ১৩:৩৯
বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি শিশু কন্যা নায়লাকে নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের স্বদেশ হাসপাতাল প্রাইভেট ক্লিনিক থেকে শহরের রাজবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে যান। জানা গেছে, ময়মনসিংহ শহরের সারদা ঘোষ রোড এলাকার স্বদেশ হাসপাতাল প্রাইভেট ক্লিনিকে গত বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন ন্যান্সি। ন্যান্সি ও ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদ দম্পত্তির দ্বিতীয় সন্তান নায়লা। এরপর ৭ বছর বয়সী বড় মেয়ে রোদেলার সঙ্গে মিলিয়ে ন্যান্সি তার এ ছোট মেয়ের নাম রাখেন নায়লা। ময়মনসিংহ স্বদেশ হাসপাতাল প্রাইভেট ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম জানান, মা ও মেয়ে উভয়েই পুরোপুরি সুস্থ থাকায় তাদের হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। পরিবারের নতুন অতিথিকে বরণ করে নিতে মঙ্গলবার ন্যান্সির শ্বশুরবাড়িতে ছিল উৎসবমূখর পরিবেশ। নাতনিকে পেয়ে আনন্দের ধারা বইছে দাদা শামসুজ্জামান ও দাদী নাজমুন নাহারসহ পরিবারের অন্য সদস্যদের মাঝেও।

- ট্যাগ:
- বিনোদন
- গান
- কন্যা নায়লা
- শ্বশুরবাড়ি