ছবি সংগৃহীত

স্বপ্নে দেখলাম মৃতব্যক্তি আমার সাথে কথা বলছেন, আমাকে অর্থ দিচ্ছে- এর ব্যাখ্যা কী?

মাওলানা মনযূরুল হক
লেখক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৬, ০৩:১১
আপডেট: ৩০ জানুয়ারি ২০১৬, ০৩:১১

স্বপ্ন : আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই- আমি গত কিছু দিন আগে স্বপ্নে দেখলাম আমার মৃত বড় বোন আমাকে কিছু টাকা ধার দিচ্ছেন এবং বলছেন টাকাগুলো যেন তাকে নির্দিষ্ট দিনে আবার ফেরত দেয়া হয়। এবং তার চেহারা বেশ মলিন দেখাচ্ছিলো। দয়াকরে আমার স্বপ্নর ব্যাখ্যাটি বলবেন কি? ব্যাখ্যা : ইবনে সিরীন [রহ] বলেন, যদি কোনো ব্যক্তি মৃতব্যক্তির সঙ্গে কথা বলতে দেখে, তবে সে দীর্ঘায়ু লাভ করবে। যদি কেউ মৃতব্যক্তির থেকে কিছু গ্রহণ করতে দেখে, তবে এটা তার সৌভাগ্যের লক্ষণ। আর যদি কোনো ব্যক্তি মৃতব্যক্তিকে মলিন দেখে, তবে বুঝতে হবে, মৃতব্যক্তি কষ্টে নিপতিত হয়েছে। এবং তাকে কিছু দিতে বললে, তার নামে দান-সদকা করার প্রতি ইঙ্গিত করে। সূত্র : আর-রুইয়াতু ওয়াত-তাবীর, ইবনে সিরীন [রহ] সংকলন ও গ্রন্থনা : মাওলানা মনযূরুল হক