
ছবি সংগৃহীত
যে ৫টি প্রশ্নের উত্তর না দিয়ে হাশরের দিন কেউ এক চুলও নড়তে পারবে না!
আপডেট: ০৬ জুন ২০১৫, ০১:২৮
মানুষকে আল্লাহ তায়ালা পৃথিবীতে পাঠিয়েছেন, তার ইবাদত করার জন্যে। তার নির্দেশিত জীবন বিধান ভালোভাবে পালন করার জন্যে। কিন্তু মানুষ পৃথিবীতে এসে আল্লাহকে ভুলে গেছে। এমনকি অনেক মানুষ পৃথিবীতে এসে নিজেকেই ‘আল্লাহ’ দাবি করার দু:সাহসও দেখিয়েছে। আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি করুণাময় হয়ে আল্লাহভোলা আবার ইবাদতমুখী করতে নবি-রাসুলদের পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহর কথা বলেছেন। আল্লাহর নির্দেশ স্মরণ করিয়ে দিয়েছেন। তারা মানুষকে বলেছেন, এই পৃথিবীই তোমার শেষ আবাস নয়। তোমার জন্যে আরো একটি জগত অপেক্ষা করছে। সেখানে তোমাকে তোমার সবকাজের হিসেব দিতে হবে। ভালো করলে পাবে পুরস্কারস্বরূপ জান্নাত, অনাবিল সুখের নিবাস, নয়তো শস্তি হিসেবে পাবে জাহান্নাম, লেলিহান আগুনে ভরা নরক। কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘প্রতিটি প্রণীকেই মৃতু্যর স্বাদ আস্বাদন করতে হবে ।’ (সুরা আনকাবুত, আয়াত ৫৭) মৃত্যুর পরে আল্লাহ তায়ালা আবার সবাইকে বিচারের জন্যে সমবেত করবেন । যাকে কোরআনে বলা হয়েছে ‘ইয়াউমুল হাশর’ বা সমবেত হবার দিন । সুরা ফাতেহায় একে ‘ইয়াউমুদ দীন’ বা বিচার দিবসও বলা হয়েছে । রাসুল [স] ইরশাদ করেন, সেই দিন ৫টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান তার পা এক কদমও নাড়াতে পারবে না; চাই সে নবি হোক কিংবা অলি হোক। সেই ৫টি প্রশ্ন হলো- ১. সর্ব প্রথম তাকে প্রশ্ন করা হবে, ‘তুমি তোমার সারা জীবন কোন পথে কাটিয়েছো ?’ ২. এরপর প্রশ্ন করা হবে, ‘যৌবনকালে কোন আমল করেছো ?’ এটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয় । যেহেতু যৌবনে মানুষ সবচে’ বেশি কাজ করতে পারে, তার শক্তিও থাকে অফুরান, তাই বিশেষভাবে এ সময়ের হিসাব চাইবেন আল্লাহ তায়ালা। ৩. তাকে তৃতীয় ও চুতর্থ প্রশ্ন করা হবে তার পর্থিব সম্পদ সম্পর্কে । জিজ্ঞেস করা হবে, ‘ধন-সম্পদ কোন পথে উপার্জন করেছো?’ এবং ৪. ‘কোন পথে ধন সম্পদ ব্যয় করেছো?’ ৫. পঞ্চম প্রশ্ন হবে জ্ঞান সম্পর্কে, ‘দীন ইসলাম সম্পর্কে যতোটুকু জেনেছো, সে অনুযায়ী কতটুকু আমল করেছো। (তিরমিযি) মাওলানা মনযূরুল হক লেখক পরিচিতি [মাওলানা মনযূরুল হক- বর্তমানে তিনি দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান ‘আল ফাতাহ পাবলিকেশন্সের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে লেখক ও সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন। তিনি একজন হাফেজ, আলেম এবং লেখক-সাংবাদিক। পড়াশুনা করেছেন ঢাকার শীর্ষস্থানীয় কওমি মাদরাসা দারুল উলুম মাদানি নগর, কাকরাইল মাদরাসা ও জামেয়া কুরআনিয়া লালবাগে। বেশ কয়েকটি মৌলিক ও অনুবাদিত গ্রন্থ রয়েছে তার। আহলে হাদিস সমস্যার সমাধান তার লেখা আলোড়ন সৃষ্টিকারী একটি বই। এছাড়াও প্রকাশের অপেক্ষায় আছে, ফিলিস্তিনের গল্প সংঙ্কলন আশিক মিন ফিলিস্তিন, শিশুতোষ গল্প এই পৃথিবীর পাতায়, নবিয়ে রহমত, সিরাজাম মুনীরা, খোদার আজব বান্দা এরা সহ আরো বেশ কিছু গ্রন্থ।]