
ছবি সংগৃহীত
হিজরি সন ও বাংলা সনের পার্থক্য!
আপডেট: ১৪ এপ্রিল ২০১৫, ০১:৪৬
একটি কথা অবশ্য স্মরণে রাখতে হবে যে, বাংলা সন হিজরি সনভিত্তিক হলেও, ‘বাংলা সন’ ও ‘হিজরি সন’ আদৌ একই ধরনের নয়। ‘হিজরি সন’ হচ্ছে চান্দ্র সন এবং ‘বাংলা সন’ সৌর সন। ফলে, একই সময়কাল থেকে যাত্রা শুরু করলেও (৬২২ খ্রিস্টাব্দের ১৬ জুলাই তারিখে) ‘হিজরি’ ও ‘বাংলা’ সন দুটির বয়সে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। দুটির মধ্যে পার্থক্য প্রায় এগারো দিনের। সৌর বৎসর হয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ সেকেন্ড। চান্দ্র বৎসরের স্থিতি হলো ৩৫৪ দিন ৮ ঘণ্টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ড-এর। চান্দ্র বৎসরের সময়কাল সৌর বৎসর অপেক্ষা প্রায় ১১ দিন কম হওয়ার ‘হিজরি সন’ ‘বাংলা সন’ অপেক্ষা ১১ দিন প্রতিবৎসর এগিয়ে যায়। ফলে প্রতি সাড়ে ৩২ বছর পর এক চান্দ্র বছর বৃদ্ধি পায়। এই হিসাব অনুযায়ী বর্তমান সময় পর্যন্ত হিজরি সন (চান্দ্রবছর) বাংলা সন (সৌরবছর) অপেক্ষা ১৩ বছর বৃদ্ধি পেয়েছে। এভাবে সমতব-অসমতার মাঝে চলে আসছিলো দীর্ঘকাল। অনেক সমস্যা জর্জরিত এই বাংলা সনের সংস্কার-হাল ধরতে এগিয়ে আসেননি কেউ কিংবা সাহস করেননি। অনেককাল পরে এসে ১৯৬৩ সালে বাংলা একাডেমীর উদ্যোগে ড. মুহাম্মাদ শহিদুল্লাহর নেতৃত্বে বাংলা সন সংস্কারের একটি কমিটি গঠন করা হয় এবং ১৯৬৬ সালের ১৭ ফেব্রুয়ারি এই কমিটি তাদের গবেষণা রিপোর্ট পেশ করেন। অতপর ১৯৮৮ সালে কার্যকর হয় বর্তমানে প্রচলিত বাংলা সন। মাওলানা মিরাজ রহমান [email protected]