কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৃত্রিম বুদ্ধিমত্তা: ঊর্ধ্বশ্বাস প্রতিযোগিতা বদলে দিচ্ছে সবকিছু

প্রথম আলো ইশতিয়াক মান্নান প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৬

মানবসভ্যতা শুরু হয়েছে প্রায় তিন লাখ বছর আগে। তখন থেকেই ‘সৃষ্টিশীলতা’ মানবজাতির এবং তার মানবিক থাকার একচ্ছত্র এবং অনন্য বৈশিষ্ট্য হিসেবেই ছিল। মানুষ পাথর থেকে অস্ত্র তৈরি করেছে, নীল নদ বয়ে পাথর এনে পিরামিড বানিয়েছে,  শিল্পকর্ম তৈরি করেছে, রসনাবিলাসী চমৎকার সব খাবার রান্না করেছে, নিজেদের পরিচালনা করার জন্য চুক্তি ও আইন তৈরি করেছে—এই সবকিছুই শূন্য থেকে একেবারে নতুন কিছু তৈরি করার চলমান ইতিহাস।


কিন্তু আজ, আমরা মানুষেরা সেই অনন্য সৃষ্টিশীলতার একচ্ছত্র দাবিদার এ কথা আর বলতে পারছি না। আমাদের দাবিতে ভাগীদার এসেছে—আমাদেরই সৃষ্টি করা এই ভাগীদার। আপনি যখন এই লেখা পড়ছেন, তখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই) আঁকছে মহাবিশ্বের ছবি, উত্তর দিচ্ছে ই-মেইলের, তৈরি করছে আয়কর রিটার্ন, রেকর্ড করছে মেটাল গান, এঁকে দিচ্ছে স্থাপত্যের নীলনকশা, হরদম দিচ্ছে স্বাস্থ্য সুরক্ষার পরামর্শ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও