কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষার্থীদের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রজন্মগত মতপার্থক্য ফুটে উঠেছে

গাজায় ইসরাইলের একতরফা যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা গাজায় যুদ্ধবিরতি ও ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ বিক্ষোভ চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান কর্মসূচি চালিয়েছে শিক্ষার্থীরা। এরই মধ্যে শত শত শিক্ষার্থীকে আটক করা হলেও বিক্ষোভ দমন করা যায়নি। শিক্ষার্থীদের এ বিক্ষোভ এখন ইহুদিপন্থি শিক্ষার্থী ও পুলিশের সহিংসতার শিকার হচ্ছে।

ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পাশাপাশি ইসরাইলপন্থিরাও হামলা চালাচ্ছে। লসঅ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাসে বেশ কয়েকদিন ধরে তাঁবু টানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন ইসরাইলবিরোধী শিক্ষার্থীরা। ৩০ এপ্রিল রাতে হঠাৎ করেই ইসরাইলপন্থিরা লোহার পাইপ, লাঠিসোঁটা নিয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁবু ও প্ল্যাকার্ড ভাঙচুর করে। তাদের ওপর আতশবাজি, কাচের বোতল ও কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়। হামলার পর দুপক্ষের শিক্ষার্থীরা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ সেখানে হস্তক্ষেপ করলে ইসরাইলপন্থি আক্রমণকারীরা নিরাপদেই সেখান থেকে সরে যায়। সহিংসতার পর লসঅ্যাঞ্জেলেসে পুলিশ কর্তৃপক্ষ যথারীতি বলেছে, ‘‘ক্যাম্পাসে সহিংসতার একাধিক ঘটনার পর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ‘জননিরাপত্তার’ স্বার্থে পুলিশ ডেকেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন