কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতের একটি শরনার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থী। ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট যা বলল

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৭, ১২:২৯
আপডেট: ১৪ অক্টোবর ২০১৭, ১২:২৯

(প্রিয়.কম) মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ৪০ হাজার রোহিঙ্গাদের দেশে ফেরাতে ভারত সরকারের চেষ্টার বিষয়ে আরও বিস্তারিত শুনানি করতে চায় দেশটির সুপ্রিম কোর্ট। তবে কোর্টের নির্দেশে বলা হয়, রোহিঙ্গাদের বিষয়টি মানবিক বিবেচনায় নেওয়া হবে কিন্তু পাশাপাশি দেশের স্বার্থকেও প্রাধান্য দেওয়া হবে।

স্থানীয় সময় শুক্রবার ভারতের সংশ্লিষ্ট আদালতে শুনানি এক অলিখিত অন্তবর্তীকালীন পর্যবেক্ষণে এ নির্দেশ দিয়ে আগামী ২১ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত ওই শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে, ‘সরকার মানবিক বিবেচনাগুলো এড়িয়ে যেতে পারে না। রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। প্রয়োজনমতো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

এর আগেও এক শুনানিতে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, ভারতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে আদালত। তবে ভারতে আশ্রয়প্রার্থী এই জনগোষ্ঠীর ভারতে অবস্থানের ফলে সরকারের বিভিন্ন শঙ্কার বিষয়টিও মাথায় রাখা হবে।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে রাখাইন থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ৪০ হাজার রোহিঙ্গা নাগরিক নিরাপত্তা, অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য হুমকি হিসেবে বর্ণনা করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। সরকারের ওই উদ্যোগে বাধ সাধে কয়েকটি বেসরকারি সংগঠন ও সংস্থা। এক পর্যায়ে কয়েকটি বেসরকারি সংস্থার সমর্থন নিয়ে দুই রোহিঙ্গা শরনার্থী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন। আবেদনকারী রোহিঙ্গারা আদালতে জানান, ‘মিয়ানমার সরকারের নির্যাতনের মুখে বাধ্য হয়েই ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই’।

এদিকে গত আগস্টে রাখাইনে সহিংসতা শুরুর পর বাংলাদেশ নতুন যখন প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। কিন্তু ভারত সীমান্তে কড়াকড়ি আরোপের মাধ্যমে কোনো রোহিঙ্গাকে সেদেশে ঢুকতে দিচ্ছে না বরং সেখানে থাকা রোহিঙ্গাদের কৌশলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। দেশটি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের পুশইন করছে। গত তিন সপ্তাহে শুধু সাতক্ষীরা সীমান্ত দিয়েই অন্তত ৫৭ রোহিঙ্গাকে পুশইন করা হয়েছে।

প্রিয় সংবাদ/আশরাফ