কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনএ ফ্লোটিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিঅাইডি

১০ লাখ রোহিঙ্গাকেই দ্রুত ফেরত পাঠাবে সরকার: প্রধানমন্ত্রী

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৭, ১৩:০০
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭, ১৩:০০

(প্রিয়.কম) মিয়ানমারের সঙ্গে চুক্তি অনুযায়ীই সবকিছু করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১০ লাখ রোহিঙ্গাকেই দ্রুত মিয়ানমার ফেরত পাঠাবে সরকার।’

২৪ ডিসেম্বর রোববার বেলা ১২টার দিকে চট্টগ্রামের বিএনএ ফ্লোটিলায় বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে বাংলাদেশ নৌবাহিনীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

এদিন সকাল সাড়ে ১০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সকাল ১০টায় বাংলাদেশ বিমানের নিয়মিত বিজি-০৪১১ ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।   

অনুষ্ঠান শেষে বিকালে প্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন শেখ হাসিনা। 

বিএনএ ফ্লোটিলায় বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি

বিএনএ ফ্লোটিলায় বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি

চট্টলবীরখ্যাত মহিউদ্দিন চৌধুরীর শোকাহত পরিবারকে সমবেদনা এবং দল ও দেশের জন্য বিশেষ করে চট্টগ্রামের জন্য মহিউদ্দিন চৌধুরীর আমৃত্যু যে ত্যাগ এর স্বীকৃতি জানাতেই প্রধানমন্ত্রী তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। 

এ উপলক্ষে ষোলশহর দুই নম্বর গেটের চশমাহিলের বাসার আশপাশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রিয় সংবাদ/আশরাফ