কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

নাফের পানি রোহিঙ্গাদের রক্তের রঙে রাঙা: রিজভী

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২

(প্রিয়.কম) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নাফ নদের পানিতে আজ পানির রঙ নেই। নাফের পানি আজ রোহিঙ্গাদের রক্তের রঙে রাঙ্গা। আর সেই রক্তের ওপর দিয়ে লজ্জাজনকভাবে মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানি করছে সরকার। মিয়ানমারের বর্বর সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের হত্যার এভাবেই প্রতিদান দিচ্ছে ভোটারবিহীন অবৈধ সরকার। সরকারের এ আচরণে ঘাতকরা উৎসাহ পাচ্ছে ও আরও নৃশংস হয়ে উঠছে।’

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মিয়ানমারের সামরিক জান্তা ও সুচি বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, দেশান্তরে বাধ্য করার প্রতিবাদে ও নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন আয়োজিত হয়। এতে অংশ নিয়ে এ সব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

সে সময় রিজভী বলেন, ‘রোহিঙ্গাদের ওপর যে বর্বরতা চলছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সেখানে বিচিত্র রকমের হত্যাযজ্ঞ চলছে। মহামতি গৌতমবুদ্ধের অনুসারীরা এতো বীভৎস, কসাই হতে পারে সেটা ভাবা যায় না।’

একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে। তাদের জানমালের নিরাপত্তা দিয়েই ফিরিয়ে নিতে হবে।’

বর্তমানের চাল সংকট নিয়ে কথা বলতে গিয়ে ভারতের সমালোচনা করে রিজভী বলেন, ‘চালের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকারি গোডাউনে চাল নেই। চালের বদলে সেখানে ইঁদুর খেলা করছে। ভয়াবহ দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এই দুর্ভিক্ষ প্রতিরোধ করবে কে? আজ কোথায় আপনাদের প্রাণের বন্ধু ভারত? এই খাদ্য সংকটের দিনে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মুহূর্তে চাল রফতানি করবে না। এই হলো বন্ধুত্বের পরিচয়।’ 

প্রিয় সংবাদ/শান্ত