কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে মিছিল বের করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ছবি: ফোকাস বাংলা

রোহিঙ্গা সংকট নিরসনে আরাকানের স্বাধীনতা চায় হেফাজত

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০১
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০১

(প্রিয়.কম) মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর অব্যাহত দমন-নিপীড়নের প্রতিবাদ জানিয়ে ‘স্বাধীন আরাকান’ রাজ্য প্রতিষ্ঠার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলছে, আরাকানের স্বাধীনতাই এ সংকট নিরসনের একমাত্র পথ।

১৮ সেপ্টেম্বর সোমবার মিয়ানমারের দূতাবাস ঘেরাও করতে যাওয়ার সময় রাজধানী ঢাকার শান্তিনগর মোড়ে বাধাপ্রাপ্ত হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানায় হেফাজত ইসলাম।  

এর আগে সকাল ১১টা থেকেই বায়তুল মোকাররম মসজিদের সামনে জড়ো হতে থাকেন সংগঠনের নেতাকর্মীরা। এরপর দুপুর ১২টায় বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল করে গুলশানে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হলে শান্তিনগর মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশি বাধার মুখে ঢাকা মহানগরের আহ্বায়ক নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য দেন আবদুর রব ইউসূফী, জোনায়েদ আল হাবিব, আতাউল্লাহ হাফেজী, মাহফুজুল হক প্রমুখ।

কর্মসূচি বাস্তবায়ন করতে না পারলেও সংগঠনের ছয়জন নেতা একটি স্মারকলিপি দিয়ে আসেন মিয়ানমারের দূতাবাসে। যেখানে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবিলম্বে ফিরিয়ে নিতে হবে। একইসঙ্গে রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধ করতে হবে। হেফাজতে ইসলামের স্মারকলিপিতে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করে নিয়ে দ্রুত নাগরিকত্ব প্রদানের আহ্বানও জানানো হয়। 

প্রিয় সংবাদ/শান্ত