কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জেলার মানচিত্র

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবকের মৃত্যু

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৮, ১১:২৩
আপডেট: ২০ জানুয়ারি ২০১৮, ১১:২৩

(প্রিয়.কম) কক্সবাজারেউখিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার থাইংখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে। খবর ইউএনবি’র। 

নিহত মোহাম্মদ ইউসুফ (৩৫) তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের মাঝিদের নেতা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রাতে ২০-২৫ জন দুর্বৃত্তের একটি দল ইউসুফকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ক্যাম্পে রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ছাড়া বালুখালির ক্যাম্প-২ এর আরেক নেতা আরিফ উল্লাহকেও গুলি করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

পরে স্থানীয় রোহিঙ্গারা দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করে এবং পিস্তলসহ মোহাম্মদ আলম নামে একজনকে আটক করে বলেও জানান ওসি।

স্থানীয় রোহিঙ্গাদের দাবি, রোহিঙ্গা ক্যাম্পের নেতাদের ওপর হামলা চালাচ্ছে প্রতিপক্ষ রোহিঙ্গারা।

প্রিয় সংবাদ/শিরিন/শান্ত