কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: Huffington Post

স্টিফেন হকিং-এর ভবিষ্যদ্বাণী উড়িয়ে ২০১৮ সালেই এলিয়েনের খোঁজ!

কে এন দেয়া
সহ-সম্পাদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০১৮, ১৪:১৮
আপডেট: ০২ জানুয়ারি ২০১৮, ১৪:১৮

(প্রিয়.কম) স্টিফেন হকিং ২০১৭ সালে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার মাঝে একটি ছিল, বুদ্ধিমান এলিয়েনদের সাথে যোগাযোগের চেষ্টা মোটেই ভাল হবে না। 

METI (Messaging Extraterrestrial Intelligence) প্রতিষ্ঠানটি পরিকল্পনা করছে এই বছরেই কাজ শুরু করার। এর প্রতিষ্ঠানের কর্ণধার ডগলাস ভাকোচ জানান, তারা ডিপ স্পেসে রেডিও সিগনাল পাঠাবেন এবং আশা করছেন, বুদ্ধিমান এলিয়েন তার উত্তর পাঠাবে। 

ঠিক কী কারণে এলিয়েনদের সাথে এমন সংযোগ স্থাপন করাটা বিপজ্জনক, তা ব্যাখ্যা করেন স্টিফেন হকিং। মানুষ যখন নিজের চাইতে আলাদা জাতির সাথে যোগাযোগ স্থাপন করে, তার শুরুটা কখনোই ভাল হয়নি বলে দেখা যায় ইতিহাসে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কলম্বাস যখন নেটিভ আমেরিকানদের খোঁজ পায়, তখন যে বিপর্যয় হয়েছিল, মানুষের সাথে এলিয়েন সভ্যতার যোগাযোগ হলেও একই বিপদ হবে। এই তাত্ত্বিক পদার্থবিদ বলেন, ‘কোন একদিন হয়ত Gliese 832c গ্রহটি থেকে আমরা একটা সিগনাল পাব, কিন্তু এর উত্তর দেবার ব্যাপারে আমাদের সাবধান হতে হবে।’

তবে ডঃ ভাকোচ মনে করেন, একেবারেই কিছু না করে হাত পা গুটিয়ে বসে থাকার চাইতে উদ্যগ নিয়ে দেখা উচিৎ, যে মানুষ এই বিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী কী না। আর তারা কিছু সাবধানতাও অবলম্বন করছেন বটে। বেশী কথা না বলে খুব কম কিছু কথায় যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

বেশিরভাগ মানুষ METI এর এই উদ্যোগকে ভয় পাচ্ছেন তার কারণ এর ব্যাপারে তারা জানেন না খুব বেশী কিছু। অজানা একটি পরিস্থিতিকে নিয়ে চিন্তা করতে গেলে মানুষ খুব ভয়াবহ কিছু কল্পনা করে নেয়। কিন্তু এলিয়েন নিয়ে আমাদের কল্পনা ভয়াবহ বলেই যে বাস্তবেও তারা ভয়াবহ হবে, এমনটা ভাবার কোন কারণ নেই। 

ডঃ ভাকোচ এটাও বলেন যে, পৃথিবীর প্রচলিত কোন ভাষায় এই সিগনাল পাঠানো হবে না। বরং পদার্থবিজ্ঞান এবং গণিতের কিছু সূত্র দিয়ে বৈশ্বিক একটি ভাষা তৈরির চেষ্টা করা হয়েছে। 

অতীতেও কিছু সিগনাল পাঠানো হয়, কিন্তু সেগুলোতে মানুষের বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়েছিল, অনেক তথ্য ছিল। এর পুরো উল্টোটা করা হচ্ছে এবারে। প্রচুর তথ্য না দিয়ে বরং খুব অল্প কিছু তথ্য পরিষ্কারভাবে পাঠানো হচ্ছে। 

সূত্র: Express

প্রিয় লাইফ/ আর বি