কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিয়ানমারে সেনা নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। ফাইল ছবি

নাফ নদী থেকে ১১ রোহিঙ্গা উদ্ধার

নাজমুল হাসান শান্ত
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৭, ১৯:৩২
আপডেট: ১১ অক্টোবর ২০১৭, ১৯:৩২

(বাসস) নাফ নদী থেকে ১১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। খালি কন্টিনার নিয়ে সাঁতার কেটে নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসার সময় আজ ১১ অক্টোবর বুধবার তাদের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. জাফর ইমাম সজিব জানান, তেলের খালি কন্টিনার নিয়ে সাঁতার কেটে ১১ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। কোস্ট গার্ডের টহল দল তাদের দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসে।

তিনি জানান, উদ্ধারপ্রাপ্তদের মধ্যে ৩ কিশোর রয়েছে। দীর্ঘ সময় ধরে সাঁতার কেটে তারা ছিল খুবই ক্লান্ত। অনুপ্রবেশকারী এই রোহিঙ্গারা রাখাইনের নাইক্ষ্যংদিয়া থেকে এসেছে। এদের চিকিৎসা দিয়ে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

প্রিয় সংবাদ/শান্ত