
প্রতীকী ছবি।
বিবাহবার্ষিকী নিয়ে কবিতা
প্রকাশিত: ০২ মে ২০১৮, ১১:০৩
আপডেট: ০২ মে ২০১৮, ১১:০৩
আপডেট: ০২ মে ২০১৮, ১১:০৩
নীড় ছোট, তবুও তো আকাশ একই রকম বড়।
রোদ্দুর, হাওয়ায় কমতি ছিল না কখনো।
নীড় ছোট, তবুও তো কেটে গেছে তিরিশটি বসন্ত।
তিরিশটি শাড়ির কোমলতায় মুখ লুকানো।
দুজন দুজনায়, শুরু হয়ে যায় অংক যোগের পালা।
দুটি পাতা একটি কুঁড়ি, হয়ে উঠে ত্রিফলার সমারোহ।
যৌবনের জয়গানে হই মাতোয়ারা
মনের যৌবনে ভাটা আসেনি তো এখনো।
ভালোবাসা শুধু জমেই, যায় না ফিরে কখনো।
যেকোনো ঋতুতে রংধনু উঠেছে অনেকবার।
টর্নেডো মেঘেরা ধেঁয়ে আসে এখনো– যৌবনের সাঁকো
কবেই ডিঙ্গিয়ে এসেছি, তাতে কি? মেঘবালিকাদের
খেলা দেখবো বলেই পাড়ি দেবো আরো যোজন পথ।
নীড় ছোট, তাতে কি? আকাশতো একই রকম বড়।
বাতাসের ঝাপটা নেই, আছে পাতা নড়া মৃদু বায়ু।
নীড় ছোট, তাতে কি? জল হাওয়া সীমানাবিহীন।
সুর আছে, ছন্দ আছে, আছে গান।
নীড় ছোট, তবুও তো আঁচলের গিঁট এখনো অটুট।
প্রিয় সাহিত্য/রুহুল
ডেইলি স্টার
| চট্টগ্রাম মেট্রোপলিটন
৩৫ মিনিট আগে
৩৯ মিনিট আগে