ছবি: সংগৃহীত

এশিয়ায় সবচে বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে দেশগুলোর

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ১৮:৪৭
আপডেট: ২২ জুলাই ২০১৭, ১৮:৪৭

(প্রিয়.কম) এশিয়া মহাদেশে বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় রিজার্ভ রয়েছে চীনের। দেশটির মজুদের পরিমাণ দ্বিতীয় অবস্থানে থাকা জাপানের চেয়ে আড়াই গুণ বেশি।

তেলের দাম পড়ে যাওয়া, কাতারের ওপর অবরোধ, মার্কিন বাজারে চীনের অর্থনৈতিক অনিশ্চয়তা ইত্যাদি বৈশ্বিক অর্থনৈতিক কারণে চীনের বিদেশি মুদ্রার মজুদ খানিকটা কমলেও বর্তমানে দেশটির হাতে রয়েছে ৩.৪৮৩ ট্রিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। অপরদিকে, জাপানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ১.২১ ট্রিলিয়ন ডলার।

বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, এশিয়ায় বৈদেশিক মুদ্রার মজুদে তৃতীয় অবস্থানে থাকা ফিলিপাইনের হাতে রয়েছে ৪৮০ বিলিয়ন ডলার। তবে ফিলিপাইনের তুলনায় অনেক ধনী দেশ হয়েও পিছিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির হাতে রয়েছে ৩৭০ বিলিয়ন ডলার, যা এশিয়ায় মুদ্রার রিজার্ভে চতুর্থ। এদিকে ভারতের হাতেও বৈদেশিক মুদ্রার একটি বড় মজুদ রয়েছে, যার পরিমাণ ৩৭০ বিলিয়ন ডলার। 

এশিয়ায় সবচে বেশি রিজার্ভ রয়েছে যে দেশগুলোর।

এশিয়ায় সবচে বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে যে দেশগুলোর। ছবি: সংগৃহীত   

এশিয়ার অন্যান্য দেশের হাতে বৈদেশিক মুদ্রা মজুদের পরিমাণ হচ্ছে সিঙ্গাপুরের ২৫১ বিলিয়ন ডলার, থাইল্যান্ডের ১৭১ বিলিয়ন ডলার এবং ইন্দোনেশিয়ার হাতে রয়েছে ১৬৬ বিলিয়ন ডলার। তবে মহাদেশের অন্যতম ধনী দেশ মালয়েশিয়ার রিজার্ভ সে তুলনায় অনেক কম, মাত্র ৯৪ বিলিয়ন ডলার। অন্যদিকে উঠতি অর্থনৈতিক শক্তি ভিয়েতনামের মজুদ ৩৬ বিলিয়ন ডলার।

অপরদিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বর্তমান রিজার্ভের পরিমাণ ৩৩ বিলিয়ন ডলার।  

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মতে, বৈদেশিক মুদ্রার মজুদ নির্ভর করে বিদেশি মুদ্রার নোট, বিদেশি ব্যাংকে মজুদ, সরকারের ঋণ, স্বর্ণের মজুদ ইত্যাদির ওপর।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানায়, বিদেশি মুদ্রার এই মজুদের ওপর নির্ভর করে একটি দেশের অর্থনীতি, মুদ্রার বিনিময় হার ও বিশ্ব বাণিজ্যে দেশটির অবস্থান। বৈদেশিক মুদ্রার বড় মজুদ একটি দেশের কেন্দ্রীয় ব্যাংককে অনেক শক্তিশালী অবস্থানে রাখে এবং গঠনমূলক অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করে।

প্রিয় সংবাদ/শান্ত