কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আদালত বললেন, আমাদের দরকার বিশুদ্ধ পানি

মানবজমিন প্রকাশিত: ২৪ জুলাই ২০১৯, ০১:৪৫

‘আমাদের দরকার পানি, বিশুদ্ধ পানি। যদি তারা (ওয়াশা) তা নিশ্চিত করতে পারে, তা ভালো।’ আজ বুধবার উচ্চ আদালতের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই মন্তব্য করেন। ঢাকা ওয়াসার আইনজীবীদের উদ্দেশ্যে আদালত এসব কথা বলেন।আদালতের নির্দেশে গঠিত চার সদস্য বিশিষ্ট কমিটি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইসিডিডিআরবির পরীক্ষাগারে পানির নমুনা পরীক্ষা করে এক প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনটি ৭ই জুলাই আদালতে দাখিল করা হয়। প্রতিবেদনের প্রেক্ষিতে ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগৃহীত পানির আট নমুনায় ব্যাকটেরিয়াজনিত দূষণ বিষয়ে আজ জবাব দেয়ার কথা ছিলো ওয়াসার। কিন্তু জবাব না দিয়ে ওয়াসার বক্তব্য দাখিলের জন্য সময় চান আইনজীবীরা। আদালত আগামী মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য্য করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উৎসসহ ঢাকা ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগৃহীত পানির ৩৪টি নমুনার মধ্যে ৮টিতে ব্যাকটেরিয়াজনিত দূষণ পাওয়া গেছে। এই দূষণ রোধে যথাযথ কর্তৃপক্ষের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত বলেও কমিটির সুপারিশে বলা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত