কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতীয় চ্যানেলগুলো কেন এত জনপ্রিয়

মানবজমিন প্রকাশিত: ২৪ জুলাই ২০১৯, ০০:০০

ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে ভারতীয় টিভি চ্যানেলগুলোর। বিশেষ করে স্টার প্লাস, জি বাংলা আর স্টার জলসা- এই চ্যানেল তিনটির প্রতি দর্শকদের আগ্রহ বেশি। এ চ্যানেলগুলোর সিরিয়াল এবং বিভিন্ন রিয়েলিটি শো উপভোগে ব্যাপকভাবে মেতে থাকেন দর্শকরা। একসময় আমাদের বিটিভির অনুষ্ঠান দেখার জন্য উন্মুখ হয়ে থাকতো ওপার বাংলার দর্শকরা। আর এখন এদেশের অনেক দর্শকই ভারতীয় চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে ডুবে থাকেন। কেন এত জনপ্রিয় ভারতীয় টিভি চ্যানেলগুলো-এমন প্রশ্নের উত্তর জানতে সাধারণ দর্শক থেকে বোদ্ধাশ্রেণির নানাজনের সঙ্গে আলাপ করে জানা যায়, এ চ্যানেলগুলোর সিরিয়াল তৈরি হয় এমন গল্পে যেখানে থাকে পরিবারের সব সদস্যের উপস্থিতি। যা আজকাল আমাদের নাটকে খুব কমই পাওয়া যায়। ওখানকার সিরিয়ালের এক একটি পর্ব এমন জায়গায় শেষ করা হয় যা দেখে পরবর্তী দিনের পর্বটি দেখার আগ্রহ স্বাভাবিক ভাবে তৈরি হয়ে যায়। ভারতীয় চ্যানেলগুলোর সিরিয়ালের গল্প এবং বিভিন্ন বিয়েলিটি শোতে থাকে নানা চমক। এছাড়া এসব নির্মাণের ক্ষেত্রে যেমন বর্ণিল সেট তৈরি করা হয় তেমনটা আমাদের এখানে খুব কমই পাওয়া যায়। এ প্রসঙ্গে অভিনেতা-নির্মাতা ড. ইনামুল হক বলেন, ভারতীয় চ্যানেলগুলোর প্রতিটি অনুষ্ঠান সুনির্দিষ্টভাবে নির্মিত হয়। তারা একটি অনুষ্ঠান বা একটি সিরিয়াল নিয়ে আসার আগে থেকেই অনেক প্রচার-প্রচারণা করে। এছাড়া তাদের প্রতিটি অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত বাজেট থাকে। যা আমাদের নেই। আমাদের চ্যানেলগুলো কোনো অনুষ্ঠান নিয়ে গবেষণা করে না। সাধারণ দর্শকের কথা ভাবে না। আমাদের এমন অনেক অনুষ্ঠান আছে দর্শকের কাছে যেগুলোর গ্রহণযোগ্যতা নেই। তবুও চ্যানেলে সেসব অনুষ্ঠান নিয়মিত প্রচার হচ্ছে। দিন শেষে দর্শক বিনোদন চায়। দেশি-বিদেশি চ্যানেল তারা বোঝে না। যে চ্যানেলে ভালো লাগার মতো কিছু থাকে দর্শক সেটিই গ্রহণ করে। অভিনেতা-নির্মাতা আবুল হায়াত বলেন, দর্শক কি কারণে আমাদের চ্যানেলগুলো দেখবে? যেটুকু দেখে সেটাও অনেক বেশি বলে আমি মনে করি। টিভি নাটক থেকে শুরু করে সব অনুষ্ঠানই আমাদের গতানুগতিক। দর্শক এক জিনিস কয়বার দেখবে? নাটকে ঘুরে ফিরে একই মুখ। টকশোগুলোতেও নির্দিষ্ট কয়েকজন রাজনৈতিক নেতার উপস্থিতি থাকে। এসব টকশো দর্শকের কাছে বেশ বিরক্তিকর বলেও জানি। ভারতীয় চ্যানেলগুলোর একটা বৈশিষ্ট্য হলো নাটকের চ্যানেলে নাটক, সিনেমার চ্যানেলে সিনেমা কিংবা নিউজভিত্তিক চ্যানেলে নিউজ প্রচার হচ্ছে। আমাদের এক চ্যানেলে সবকিছু থাকে। তার আবার প্রচার প্রচারণার সঠিক সময় থাকে না।  অভিনেত্রী আফরোজা বানু বলেন, আমাদের চ্যানেলগুলোতে দেখার মতো কি আছে? প্রতিটি চ্যানেলে একই রকম রাজনৈতিক টকশো, খবর, নাটক প্রচার হয়। অনুষ্ঠানে বৈচিত্র্য থাকে না। আমি লক্ষ্য করেছি রাজনৈতিক টকশো, খবর, নাটক ও সিনেমা ছাড়া আমাদের চ্যানেলগুলোতে দর্শকের জন্য আর কিছু নেই। দর্শক সময় নষ্ট করে কেন এসব সস্তা মানের অনুষ্ঠান দেখবে? স্যাটেলাইটের কল্যাণে দর্শক বিশ্বের বিভিন্ন দেশের চ্যানেল দেখতে পায়। বিশেষ করে ভারতীয় চ্যানেলগুলোর অনুষ্ঠানের বৈচিত্র্য আমাদের দর্শকদের বেশি আকৃষ্ট করে। যার ফলে দেশীয় চ্যানেল না দেখে দর্শক ভারতীয় চ্যানেলগুলো দেখছে। অভিনেতা-নির্মাতা তারিক আনাম খান বলেন, ভারতীয় চ্যানেলগুলো সিরিয়াল দিয়ে আমাদের দর্শকদের মনোযোগ দখল করেছে। এখন প্রশ্ন হতে পারে তাদের সিরিয়ালে কি আছে যা আমাদের নেই? দর্শক বরাবরই পরিবারের গল্প দেখতে চায়। তাদের সিরিয়ালগুলোতে পারিবারিক গল্পের সব চরিত্র থাকে। যার কারণে সব শ্রেণির দর্শক তাদের সিরিয়াল দেখে বিনোদন পায়। অন্য অনুষ্ঠানগুলোতেও থাকে নতুনত্ব। অভিনেত্রী সারা যাকের বলেন, আমাদের চ্যানেলগুলোর অব্যবস্থাপনার কারণেই ভারতীয় চ্যানেলগুলোর প্রতি দেশীয় দর্শক ঝুঁকে পড়েছে। ভারতীয় চ্যানেলগুলো আমাদের দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠার কয়েকটি কারণ আছে। এরমধ্যে একটি হলো তারা সাধারণ দর্শকদের টার্গেট করেই অনুষ্ঠান নির্মাণ করে। এছাড়া তারা চ্যানেলের সবকিছু নিয়ে গবেষণা করে। যা আমাদের হয় না। একটি অনুষ্ঠান কারা দেখবে সেটি টার্গেট করেই তারা সেই অনুষ্ঠানের বাজেট নির্ধারণ করে। আমাদের দর্শকেরা এখন ভারতীয় সিরিয়াল বেশি দেখে। লক্ষ্য করলে দেখা যায়, এই সিরিয়ালগুলোতে তৃতীয় ব্যক্তির উপস্থিতি থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন বিষয় দর্শকের সামনে বাস্তবসম্মত ভাবে তুলে ধরা হয়। যা দর্শকের মনে দাগ কাটে। একই সঙ্গে তাদের অনুষ্ঠান প্রচার ও বিরতির সঠিক সময় থাকে। আমাদের চ্যানেল কর্তৃপক্ষরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিলে হয়তো দর্শক আবার দেশীয় চ্যানেলে ফিরে আসবে। বৈশাখি টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মনিরুল আলম টিপু বলেন, ভারতীয় যে চ্যানেলগুলো আমাদের দেশে জনপ্রিয় তারা ওড়িশা, আসাম, ত্রিপুরাসহ বাংলাদেশের দর্শকদের টার্গেট করে। মার্কেটিং পলিসি থেকে তারা সফল বলতে হয়। যা আমাদের সম্ভব হয় না বিভিন্ন কারণে। আমাদের বাজেটসহ অনেক কারণে আমরা পিছিয়ে আছি। তবে আমি মনে করি তাদের সিরিয়ালগুলোর গল্প নির্দিষ্ট কয়েকটি বিষয়কে নিয়ে। আমাদের নাটকে পারিবারিক গল্পের বাইরেও আরও অনেক বিষয় থাকে। আমি মনে করি, দর্শকরা আমাদের চ্যানেলমুখী হবে। তার জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও